নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আত্মঘাতী বন্ধুটির শেষ চিরকুট

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৯

আমার আত্মঘাতী বন্ধুটি তার শেষ চিরকুটে লিখেছিলো,
“নিজেকে আর টানতে ইচ্ছে করছে না
-প্রচন্ড আলসেমিতে পেয়েছে আমার,
তাই উড়াল দিলাম বাতাসে।”


দশতলা ছাদ থেকে বাতাসে উড়তে উড়তে
সে যখন সুতো কাঁটা ঘুড়ির মতো মাটিতে পড়লো,
কালো পিচ ঢালা রাস্তাটা
পাকা টমেটোর রঙে লাল সিঁদুর পরিয়ে দিলো সে মূহুর্তেই।


আমার বন্ধুটির জীবনে
কিসের আলসেমিতে পেয়েছিলো আমি জানিনা,
সে কখনোই বলেনি
আর আমরাও কেউ জানতেও চেষ্টা করিনি।


আশ্চর্য মানুষের কখন এমন হয়
যে নিজেকেও টানতে হয়!
যার হয় সেই বোধহয় টের পায়,
জীবন ‌অনেক ভারী হয়ে যায় তার কাছে।


আমার মনের ভিতরে
এখন সারাদিন রাত্রি শুধু ভয় উড়ে বেড়ায়,
আমি আর আকাশের দিকে তাকাতে পারিনা তারপর থেকে।
আকাশে যে কোন কিছু ভাসতে দেখলেই মনে হয় আমার বন্ধুটি বাতাসে উড়ছে।
সে হঠাৎ করেই আমার শরীরের উপড়ে এসে পরবে,
মুহূর্তেই আমাকে পাকা টমেটোর মতো লাল রঙের সিঁদুর পরিয়ে দিবে।


আমি এ জীবনে আর কখনোই
-লাল টমেটো খাবোনা।
————————————
র শি দ হা রু ন
১৪/০৯/২০২০

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫১

আমি সাজিদ বলেছেন: ভালোবাসা নিবেন কবি

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


নিজেকে আর টানতে ইচ্ছে করছে না
প্রচণ্ড আলসেমিতে পেয়েছে আমার,
তাই উড়াল দিলাম বাতাসে' - কথাগুলো একবুক অভিমান আর কতটা বিষাদে ভরা তা বুঝানোর ক্ষমতা আমার নাই, তবে কতটা কষ্টে একটা মনের মৃত্যু ঘটে তা আমার ছোট্ট জীবনে অনুভব করেছি বহুবার।

আপনার প্রিয় বন্ধুর প্রতি নিজের ভালোবাসার সুগভীর চিহ্ন কথামালায়। অসাধারণ প্রকাশ, মুগ্ধতা জানিয়ে গেলাম।


১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বেঁচে থাকার প্রেরনার কবিতা লিখুন,বেঁচে থাকার জন্য সংগ্রামের কবিতা লিখুন।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৫

তারেক ফাহিম বলেছেন: জীবন একটাই অবহেলা করা ঠিক না।

কবিতায় ভালোলাগা।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৯

নেওয়াজ আলি বলেছেন: অত্যন্ত চমৎকার লেখাটি ।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.