নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
কাল দুঃস্বপ্নে সারারাত ধরে নিজেকে দাফন করেছি,
নিজের কবর নিজেই খুঁড়েছি,
একা একা জানাজায়ও দাঁড়িয়েছিলাম নিজেরই লাশের।
সূর্যের আলোতে সারাদিন
ভুল করে একবারও আয়নায় তাকাইনি।
আমি লুকোতে চেয়েছি সবার কাছ থেকে,
এমনকি নিজের কাছ থেকেও।
মৃত মানুষ ভেবে সবাই যদি জোর করে কবরে রেখে আসে আমাকে,
অথবা আমি নিজে নিজেই চলে যাই
কোন এক কবরস্থানে থাকার জন্য।
————————————
র শি দ হা রু ন
১৭/০৯/২০২০
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ঠিকই বলেছেন
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: কবরের অধিবাসী আর কবরে যাবে কিভাবে
প্রাত্যাহিক নিত্য মৃত্যু ছুঁয়ে যায় যে প্রাণে
প্রতিক্রিয়াহীন সমাধি চেতনা
লাশ বইতো নয়?
জীবিত লাশের মিছিলে আমিও চলি
মৃত মিছিলের গতিময়তায়!
কবিতায় +++
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: বাহ খুব সুন্দর করে বলেছেন
ধন্যবাদ
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ
ঠিকই বলেছেন
ভালো থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন।
২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৩
পদ্মপুকুর বলেছেন: এ রকম দুঃস্বপ্নের ধারণা আসলো কিভাবে স্যার? মনে হচ্ছে কোনো কারণে নিজের উপর ক্ষুব্ধ...
২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৮
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: হতে পারে আপনার কথাই ঠিক
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৫
রাজীব নুর বলেছেন: কবিতা আসলে শুধু আবেগের খেলা।