নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

কেউ কি আমার বন্ধু শাহেদের ঠিকানা জানেন?

২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৩

কেউ কি আমার বন্ধু শাহেদের ঠিকানা জানেন?
আমার খুবই জরুরি তার ঠিকানাটা জানা,
আমি অনেক চেষ্টা করেও ওর ঠিকানা জোগাড় করতে পারছিনা।
আমি অনেক দিন যাবত ওকে খুঁজে বেড়াচ্ছি,
এই ধরুণ, বিশ-একুশ বছর।
আশ্চর্য্য হচ্ছেন সবাই?
শাহ্পরান হলে থাকতাম তখন-৪৩৯/ডিতে।
একদিন খুব ভোরবেলা ঘুম থেকে তুলে বললো,
-“বন্ধু তোর কাছে একটা জিনিস রাখতে দেবো,
খুবই জরুরি,
তুই কিন্তু কাউকে বলিস না,
আর খুলে দেখিস না।
আমার ব্যাক্তিগত, আমি কয়েকদিন পর তোর কাছ থেকে ফেরত নেবো।”
আমি ঘুমের ঘোরে তাকিয়ে দেখলাম একটা হলুদ রংয়ের চিঠির খাম,
লকারে রেখেই আবার ঘুমিয়ে পড়েছিলাম।
তারপর একেবারেই ভুলে গিয়েছিলাম হলুদ খামটার কথা।
তিন চারদিন পর হঠাৎ গুঞ্জন,
শাহেদকে দেখা যাচ্ছেনা আর ক্যাম্পাসে।
কাউকে না বলে কোথায় যেনো চলে গেছে!
তখন মোবাইলের যুগ ছিলনা ,
তারপর থেকে শাহেদের খোঁজ আর পাইনি।
আমি খুব আশায় থাকতাম,
একদিন খুব সকালে শাহেদ হয়তো আবার আমার রুমে এসে বলবে,
“তোর কাছে যে খামটি রেখেছিলাম -দে তো।"
অনেকদিন পর বিশ্ববিদ্যালয় থেকে শাহেদের ঠিকানা নিয়ে ওর বাড়িতে গিয়ে হাজির হলাম,
গিয়ে শুনলাম ও অনেক দিন যাবত বাড়িতেই যায় না!
ওর বাবা মা কেউই জানেনা ও কোথায়।সবার ভিতরেই একটা অপেক্ষার হাহাকার শাহেদের জন্য।
আমি তারপর থেকে শাহেদকে খুঁজছি ওর হলুদ খামটা ফিরিয়ে দেওয়ার জন্য।
রাস্তাঘাটে প্রতিটি মানুষের দিকে নজর রাখার চেষ্টা করি,
শুধুমাত্র শাহেদকে দেখতে পাওয়ার আশায়।
হলুদ খামটা আমার জীবনের সব শান্তি নষ্ট করে ফেললো।
মাঝে মাঝে মনে হয় খুলে ফেলি অশান্তির হলুদ খামের মুখটা,
দেখি কি আছে এত জরুরী,
তারপরও বহু কষ্টে নিজেকে দমন করি।
ও বলেছিলো ভিতরে ওর ব্যাক্তিগত জিনিস আছে।
আজকাল মানুষ খুঁজে পাওয়া সহজ-
মোবাইল, সামজিক মিডিয়া।
তবুও শাহেদের খোঁজ কেউই দিতে পারে না!
একদিন খুব সকালে আমার বউ ঘুম থেকে ডেকে বললো ,
"এক ভদ্রলোক তোমার সাথে দেখা করতে এসেছিল ,
নাম বলল শাহেদ।
বসতে বলেছিলাম।
না বসে এই খামটি দিয়ে দিয়ে দ্রুত চলে গেছে।"
আমি দৌঁড়ে দরজার বাইরে চলে এসেছিলাম ,
গলির এ মাথা ও মাথা খুজঁলাম।
কোথাও নেই শাহেদ।
এক্কেবারে যেন হাওয়ায় মিলিয়ে গেছে!
বাসায় ঢুকেই বউয়ের কাছ থেকে খামটা নিয়ে খুললাম।
ভিতরে লেখা “মন দিয়ে খুঁজলে সবই খুঁজে পাওয়া যায়।
হলুদ খামটা আর দরকার নেই,
ফেলে দিস।"
আমি আলমারি থেকে হলুদ খামটা বের করলাম অস্হির হয়ে,
মনে হচ্ছিল অনেক দিন পর জেল থেকে মুক্ত হচ্ছি ।
ফেলে দেত্তয়ার আগে এতদিনের অপেক্ষা ,
কষ্টের কারণে খামটা খুলে ফেললাম।
খুবই আশ্চর্য্য ,
আশাহত হয়ে দেখলাম ,
ভিতরে চিরকুটের মতো একটি শব্দ লেখা,
“বিশ্বাস”!
আমি শাহেদের এই খেলার মানে বুঝিনি!আমি এখন শাহদকে খুঁজছি তার এই খেলার মানে জানার জন্য।
কেউ কি আমার বন্ধু শাহেদের ঠিকানা জানেন ?
আমার খুবই জরুরি তার ঠিকানাটা জানা।
--------------
রশিদ হারুন
কাব্যগ্রন্থ- সময় ভেসে যায় বৃষ্টির জলে
১০/০১/১৮

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: শাহেদ কে আমি চিনি। কিন্তু ঠিকানা জানি না।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৯

ওমেরা বলেছেন: আমি আমার পিচ্চিকালের বন্ধুকে খুঁজে পেয়েছি তিনমাস আগে অবুশ্য আমি তাকে খুজিনি কখনো সেই খুঁজে বের করেছে আমাকে । প্রায় ২৩ বছর পর আমাদের যোগাযোগ হয়েছে ।
তবে কেউ যদি ইচ্ছে করে লুকিয়ে থাকে তাকে খুঁজে পাওয়া যাবে না কখনো।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৩১

কামাল১৮ বলেছেন: কোন প্রমান থাকলে খুঁজুন,সুধু বিশ্বাস দিয়ে খুঁজে পাবেন না।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ ভোর ৪:১৩

নেওয়াজ আলি বলেছেন: ছোট বেলার বন্ধু খুজে পাওয়া এক আনন্দকর ব্যাপার

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন:




আমি হারিয়েছি পারভেজকে
অভিমানে তার সাথে বিচ্ছেদ
আমিই করে ছিলাম। অতঃপর
যখন অভিমান ভাঙ্গল আমার
তারপর থেকে সে আমার অদেখা
অহেতুক অভিমানের জন্য ‘সরি’
আর বলতে পারিনি কোন দিন।
এখন তাকে খুঁজি ঐ ‘সরি’
কথাটা বলার জন্য। কেউ কি
বলতে পারেন পারভেজ এখন
কোথায় থাকে কোন ঠিকানায়?

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রাজীব খান নূরের বন্ধু সাহেদ খান
তিনি তার ব্উকেও চিনেন, তাদের
বাসায় খানা পিনা করেন! তাকে শক্ত
করে ধরেন তিনি তার ঠিকানা বলে দিবেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.