নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
দোতালার বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে
তুমি যখন আকাশের দিকে তাকিয়ে আছো,
সেই সময় একটি কাক তোমার বাড়ির ঠিক উল্টোদিকের
রাস্তায় ল্যাম্পপোস্টের তারে বসে চুপচাপ কাকচোখে তোমাকেই দেখছে
আর আমি আকাশ দেখার ছলে
সেই ল্যাম্পপোস্টেরই গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে
তখন সেই কাকটি আর তোমাকেই দেখছি।
মনোলীনা,
আকাশে তুমি কি দেখছো আমি হয়তো জানিনা,
আমি নিশ্চিত
কাকটি দেখছে তোমার হাতে ধরে রাখা চায়ে ভিজানো আধা হয়ে যাওয়া তোমার বিস্কুটটি।
আমি দেখছি
তোমাকে,
কাকটিকে,
আর তোমার দোতালার বারান্দায় ভেসে বেড়ানো আমার অপেক্ষা আর বিলাপ।
হঠাৎই তোমার হাত থেকে চায়ে ভিজানো আধা খাওয়া বিস্কুটটি যখন বারান্দার মেঝেতে পড়ে গেলো,
তুমি অপ্রস্তুত হয়ে মেঝের দিকে তাকাতে গিয়ে
ঠিক তখনই দেখলে
ল্যাম্পপোস্টের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একজন পুরুষ।
সেইসময়ে আলোর গতির চেয়েও দ্রুত ক্ষুধার্ত কাকটি উড়ে গিয়ে
তোমার বারান্দায় পড়ে যাওয়া বিস্কুটটির যতোটুকু পারলো
ঠোঁটে নিয়ে আবার একই ল্যাম্পপোস্টের তারে গিয়ে বসলো।
আর আমিও একই গতিতে
আমার অপেক্ষা আর বিলাপের ক্ষুধা
তোমার সেই দৃষ্টিতে কিছুটা মিটিয়ে আবারো একই ল্যাম্পপোস্টের গায়েই হেলান দিয়ে দাঁড়ালাম।
মনোলীনা,
তুমি হয়তো জানোনা?
তোমার ঠোঁটে ছোঁয়ানো একটি আধা খাওয়া বিস্কুট
আর তোমার চোখের একঝলক দৃষ্টি,
-একটি ক্ষুধার্ত কাক
অথবা একজন পুরুষ মানুষকে
ঠিক একই রকম করে ভাবায়,
একই রকম করে অপেক্ষায় রাখে!
————————————
র শি দ হা রু ন
০২/১০/২০২১
০৩ রা অক্টোবর, ২০২১ রাত ৮:১৪
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: Thanks
২| ০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৩
জুল ভার্ন বলেছেন: আপনার কবিতা খুব সুন্দর হয়েছে।
০৩ রা অক্টোবর, ২০২১ রাত ৮:১৪
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: Thanks
৩| ০৩ রা অক্টোবর, ২০২১ রাত ১০:৪৯
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: Thanks
৪| ০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৫
মিরোরডডল বলেছেন:
মন ছুঁয়ে যাওয়া একটি লেখা । খুব ভালো লেগেছে ।
০৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪২
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: Thanks
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:২৪
সাগর শরীফ বলেছেন: ভাল লাগা থাকল।