নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

এ কেমন শহর!

১৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৫১


মনোলীনা,
এ কেমন শহরে থাকো তুমি,
আমার আকাশ থেমে যায়,
রাজপথের যানজটে, বাসের সিটে!
বাসের জানালা দিয়ে তাকিয়ে থাকতে থাকতে,
আকাশটাকে কেবলই মনে হয় মরা নদী,
এতো মানুষের ভীড় এই শহরে!
মেঘের গায়েও লেগে যায় মানুষের শরীরের গন্ধ।
মনোলীনা,
প্রচণ্ড ইচ্ছে করে
দৌঁড়ে অচল আমার আকাশটাকে আবার সচল করে দেই।
এই শহরে মানুষের শরীরে শরীর লেগে
তৈরি হয়ে গেছে অদৃশ্য এক দেয়াল।
এ দেয়াল আটকে দেয় আমাকে,
আটকে দেয় আমার আকাশ।
চারদিকে এতো মানুষ আর যানজটের তীব্র চিৎকার,
আমাকে বিরহী করে-
তীব্র বিরহী।
এই শহরের মানুষ
অন্য কারো আকাশের কথা একবারও জানতে চায়না!
মনোলীনা,
এই শহরের একজন মানুষও আমাকে ডেকে
একটিবারের জন্য জানতেও চায়না
বাসের জানালা দিয়ে
আমি কেন শুধু আকাশের দিকে তাকিয়ে থাকি?
এই শহরের মানুষতো জানেনা,
ঠিক একই সময়ে
তুমিও তোমার আকাশ দেখছ আমারই মতো,
হয়তো অন্য কোনো ট্রাফিক সিগন্যালে আটকে থেকে,
অচল কোনো এক বাসের জানালা দিয়ে।
সেই অচল সময়ে,
আমার খুব ইচ্ছে করে চিৎকার করে বলে উঠি,
এই শহরের সব নাগরিকগণ,
“আমার অচল আকাশটাকে একটু
মনোলীনা'র আকাশটা ছুঁতে দিন।"
মনোলীনা,
আবেগহীন এই শহরে তবুও বারবার ফিরে আসি আমি
তীব্র বিরহী হতে,
আর বৃষ্টির জলে ভিজতে.
আমি বাসের জানালা দিয়ে
তাকিয়ে থাকি তোমার শহরের বিষণ্ণ আকাশের দিকে,
আর অপেক্ষায় থাকি
শহরের আকাশ কখন একসময়ে কেঁদে উঠবে
শুধু তোমারই জন্য ‌আমার এই অপেক্ষার কষ্টে,
আর ঝরাবে সান্ত্বনার মায়াবী বৃষ্টির ফোঁটা।
যে জলের প্রতিটি ফোঁটায় মিশে আছে মানুষের শরীরের গন্ধ।
আমি ঠিকই খুঁজে নেবো সেই সব বৃষ্টির প্রতিটি ফোঁটা
যেখানে থাকবে শুধু তোমারই শরীরের গন্ধ।
মনোলীনা,
এ কেমন তোমার শহর?
তোমারই শরীর এর গন্ধ এর জন্য
আমাকে বৃষ্টির কাছে হাত পাততে হয় বারবার!
------------------------------------------------------
রশিদ হারুন
কাব্যগ্রন্থ- ভালো থেকো মনোলীনা
২৭/০৭/২০১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.