নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আমাকে ভেবেছিলে মাটি
ইচ্ছে করে নাকি ভুলে?
দেখবে নাকি আমার মুখ
একবার আমার মুখোশ খুলে?
বয়ে বেড়াই মুখের ভিতরে
তোমার দেওয়া বাতিল এক মুখ,
মরছি আমি মুখোশের ভারে
বুকের ভিতর সাঁতরায় গোপন এক অসুখ।
এঁফোড় ওঁফোড় মুখের সেলাই
বুকে দীর্ঘশ্বাস,
টিনের চশমায় চোখ লুকাই
মনে সর্বনাশ।
খুলে যায় মুখের পোশাক আশাক
তোমার ঠোঁটে- বিষাক্ত তিল!
পুরুষ কবির ঠোঁট পুড়ে যাক
চারিদিকে ফিসফিস- ছিঃ অশ্লীল।
বুকে কষ্ট-মুখ ও মুখোশ এক হয়ে যায়,
কবি তোমায় পায়না কখনো শুধু কবিতারাই পায়।
অভিমানের বিজ্ঞাপন আমার শরীর জুড়ে,
এক ‘কবি জীবন’ যাক না পুড়ে!
কারো কিছু যায় আসেনা তো?
মনোলীনা,
তুমি ভালো আছো তো?
—————————
র শি দ হা রু ন
০৬/১১/২০২১
০৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:২১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১:০৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন। সব সময়।
০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৩
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ২:৪১
নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর। শুভ কামনা রইলো।
০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৪
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৪৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।