নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

জীবন বাজি

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৯


সুতোছেঁড়া রঙিন ঘুড়ি আকাশে ভাসতে দেখলেই
বালকবেলায় পিছনে ছুটতাম আর ছুটতাম।
জীবন বাজি ধরে নিজ মহল্লা থেকে আরেক মহল্লায় ছুটতাম,
যে করেই হোক
শুধু রঙিন ঘুড়িটার সুতোটা প্রথমে আমাকে ধরতেই হবে।
এখনো প্রায়ই
আমার মহল্লার আকাশে দেখি
সুতোছেঁড়া রঙিন ঘুড়ি উড়ে যায় মাথার উপর দিয়ে।

আমাদের মহল্লায় তোমাদের পাঁচতলার বাড়ির উল্টোদিকের ল্যাম্পপোস্টের গায়ে হেলান দিয়ে
এখনো আমি উপরের দিকে তাকিয়ে দিনরাত স্হির হয়ে দাঁড়িয়ে থাকি;
পাঁচতলার বারান্দায় তোমাকে এক ঝলক দেখবো বলে।

দেখা পাইনা!
কখনোই দেখা পাইনা!
মাঝে মাঝে শুধু সুতোছেঁড়া কিছু রঙবেরঙের ঘুড়ি উড়ে যেতে দেখি মহল্লার আকাশে!

শহরে রঙিন ঘুড়ির দাম বেড়েছে বিশ থেকে চল্লিশগুণ
অথচ আমার বয়স বেড়েছে মাত্র দু’গুণ!

এখন এত দামি ঘুড়ির পিছনে জীবন বাজি রেখে না ছুটে
আমি দিনরাত স্থির হয়ে দাঁড়িয়ে থাকি
উপরের দিকে তাকিয়ে
আমাদের মহল্লার ল্যাপপোস্টের গায়ে হেলান দিয়ে;
সেই একই জীবন বাজি রেখে,
শুধু তোমাকে এক ঝলক দেখবো বলে।
————————————————
র শি দ হা রু ন
১২/০২/২০২২

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.