নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আমার ঈদের দিন

০৩ রা মে, ২০২২ বিকাল ৪:১৪


আমার এই এক জীবনে কখনোই কোন ঈদে
বারান্দায় একা একা ঠিক এভাবে বসে থাকিনি।

মহল্লার মানুষের এতো আনন্দের চিৎকার চারিদিকে
অথচ কি অদ্ভুত নিরবতা আমার ঘরের মধ্যে!

একটি কাক গ্রীলে বসে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে
কা -কা স্বরে নিষ্ঠুর ভাবে চিৎকার করে
আমার বেদনার খবর মহল্লার চারিদিকে ছড়িয়ে
উড়াল দেয় সোনালী আকাশে।

খাঁ খাঁ রোদ চারিদিকে,
অথচ আমার ঘর ভিজে যায় এক উথাল পাতাল বৃষ্টিতে!

ঈদে এই প্রথমবারের মতো ‘মা’ নেই ঘরে,
তাইতো আমার শূন্য ঘর ভর্তি বৃষ্টির জলে আমি একা দাঁড়িয়ে থাকার মতো শক্তি পাইনা।

একলা বারান্দায় লুকিয়ে থেকে আমার সকল বেদনা, কষ্ট, শোক
যতই লুকাতে চাচ্ছি এই পৃথিবীর মানুষের কাছ থেকে,
পারিনা;
আমি বারবার ব্যার্থ হচ্ছি।

হয় একটা কাক দেখে ফেলছে,
না হয় দুটো পিঁপড়ে খবর পৌছে দিচ্ছে আশেপাশের মানুষের কাছে।

পৃথিবীর সকল হাহাকার আর নিঃসঙ্গতা
মাকড়সার মতো আমার শরীর থেকে মমতাহীনতার ‌অদৃশ্য জাল বুনতে থাকে
মা হারা এই শূন্য ঘরে।

নিরবে আমার এই সকল বেদনা আর কষ্ট ভাগ করে নেয়
ঘরের একমাত্র বাসিন্দা অ্যাকুরিয়ামের জীবন্ত ছোট মাছটি।

বাবাতো চলে গেছেন সেই কবেই,
মা’ও চলে গেলো না বলেই,
সবই চলে যায় দিনদিন।
বিষণ্নতা আর আনন্দহীনতায় ভরা আজ আমার আনন্দের ঈদের দিন।
————————————
র শি দ হা রু ন
০৩/০৪/২০২২

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২২ বিকাল ৫:১৮

সোনাগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা।

ইহা কি আপনার ঈদের দিনের ঘটনা, নাকি কবির ভাবনা?

০৩ রা মে, ২০২২ রাত ৮:৩১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: নিজের জীবনের

২| ০৩ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:১৫

বিজন রয় বলেছেন: অনেক সুন্দর।

কবিরা বার বার ব্যর্থ হয় বলেই এমন সুন্দর কবিতা প্রসব করতে পারে।
শুভকামনা কবি।

০৩ রা মে, ২০২২ রাত ৮:৩১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: নিজের জীবনের কবিতা

৩| ০৩ রা মে, ২০২২ রাত ৯:৩২

সাগর কলা বলেছেন: - ঈদ মুবারক।

০৪ ঠা মে, ২০২২ রাত ১২:৩৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ঈদ মোবারক

৪| ০৪ ঠা মে, ২০২২ রাত ১:৩২

সোনাগাজী বলেছেন:


ঈদর শুভেচ্ছা, মনে খারাপ করবেন না, ভালো সময় আসবে।

১০ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৫| ০৫ ই মে, ২০২২ রাত ১২:৩৪

রেজাউল৯৬ বলেছেন: প্রিয় কবি জিএম হারুন -অর -রশিদ , আপনি অসম্ভব সুন্দর লেখেন।
অনেক ভালবাসা।

১০ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আপনাকে অনেক ‌অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.