নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

দুঃখ

১১ ই মে, ২০২২ দুপুর ১:৪৩


দুঃখ দেখলেই আমার বুক ভেঙে যাবার মতো কষ্ট শুরু হয়!
তারপর দম বন্ধ হতে শুরু করে,
হাত পা অচল হতে হতে পাথরের মতো মুখ থুবরে পড়ে থাকি যেখানে সেখানে।

তাইতো সারাজীবন দুঃখ দেখলেই পালাই।
ঘরের মধ্যে সিন্ধুকে লুকাই,
মহল্লার অলিগলিতে লুকিয়ে থাকি,
পথেঘাটে রিকশা, বাস, ট্রাকে করে পালাই,
নদীর জলে মাছের বুকে মুখ লুকাই,
বন জংঙ্গলে গাছের পাতার রঙে রঙে শরীরময় বিষাদের রঙ লুকাই।
মাঝে মাঝে কোন কোন মানুষের ভালোবাসার মধ্যেও পালিয়ে বাঁচি।

সারাজীবন এভাবে পালাতে পালাতে
পড়তি বেলায় এসে দেখি
কবে যে দুঃখের দ্বীপেই বসতি গেড়েছি,
আমি টেরও পাইনি!
শুধু বিস্মিত হয়ে তাকিয়ে দেখি
আমার দুঃখে দুখি হয়ে
দুঃখেরও বুক ভেঙে যায় প্রতিনিয়ত!
—————
র শি দ হা রু ন
১১/০৫/২০২২

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২২ দুপুর ১:৪৯

বিজন রয় বলেছেন: দুঃখ।

দুঃখকে পেতে পেতে এমন অবস্থায় দাঁড়িয়েছে যে এখন আর দুঃখ পাই না, কষ্ট পাই না, ব্যথা পাই না।

অতএব দুঃখ দেখে আর পালানো নয়।

ভাল কবিতা।

১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালো থাকবেন

২| ১১ ই মে, ২০২২ বিকাল ৩:৫০

মিষ্টি লবণ বলেছেন: কোলাহলে লুকানোর মজাই আলাদা।

১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালো থাকবেন

৩| ১১ ই মে, ২০২২ বিকাল ৩:৫৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: দুঃখ বলে কিছু নেই।প্রত্যেকের জীবন এমনই। কখনো ভাল কখনো মন্দ।

১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালো থাকবেন

৪| ১১ ই মে, ২০২২ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালো থাকবেন

৫| ১১ ই মে, ২০২২ রাত ৯:৫৫

রেজাউল৯৬ বলেছেন: জীবন সম্পর্কে দৃষ্টিভংগি পাল্টালে নাকি জীবন বদলে যায়।

যা আমি কন্ট্রোল করতে পারি না তা নিয়ে টেনশন করে কি লাভ?
আপনার জীবন পরম আনন্দে ভরে উঠুক।

কবিতা বরাবরের মত অসমভব ভাল লেগেছে।

১৪ ই মে, ২০২২ রাত ১০:০৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.