নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

একটি পূর্ণদৈর্ঘ্য জীবনের সিনেমা

১৯ শে মে, ২০২২ রাত ১২:২৩


পাশাপাশি দু’টি চায়ের কাপ পড়ে আছে টেবিলে,
কাপ দু’টি থেকে গরম ধুয়া এখনো উড়ছে ঘরের বাতাসে।

দু’পিছ্ টাটকা বিস্কুট পিরিচে সাজানো,
দু’টি কাক পাকের ঘরের জানলা দিয়ে তাকিয়ে আছে লোভী চোখে বিস্কুট দুটির দিকে।

দু’টি চড়ুই নিঃস্ব নিস্তব্ধতা ভেঙে খুনসুটি করছে বারান্দার গ্রীলে বসে।

ভেন্টিলেটারে বাস করা টিকটিকি দু’টি মাঝে মাঝে উঁকি দিচ্ছে শূন্য ঘরের বিছানার দিকে।

বিছানায় পাশাপাশি সাজানো দু’টি বিরহী বালিশ, নিরব-অসহায়।

এই সব কিছুর মাঝে বেমানান শুধু দু’টি মানুষ,
একজন নারী ও একজন পুরুষ।
একজন বসে আছে ড্রয়িং রুমে
আরেকজন বেড রুমে।
রাগ, প্রতারনা আর অহং এর মিশ্রণের এক অদৃশ্য দেয়াল তাদের চারপাশ ঘিরে আছে ‌অনেকদিন ধরে।
অনেকদিন হলো তারা পাশাপাশি বসে কথাও বলে না।

কাক, চড়ুই ও টিকটিকিরাই ভালো,
তাদের অন্তত রাগ, প্রতারনা আর অহং নেই,
তারা মানুষের চেয়েও বেশি ভালোবাসতে শিখেছে।
——————
র শি দ হা রু ন
১৮/০৫/২০২২

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২২ রাত ১:৪৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৯ শে মে, ২০২২ সকাল ৮:১৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ১৯ শে মে, ২০২২ বিকাল ৩:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অন্য রকম কাব্য,
ভাবনার খোরাক আছে প্রচুর!
আমি শুধুই ভাবি, বলতে পারিনা কিছু।
এটাই হয়তো আমার অক্ষমতা। সবাই
চাইলেই সব কিছু পারেনা। তাই মেনে
নেয়া ছাড়া কিছুই করার নাই। কেবল
মুষ্টিবদ্ধ হাত আকাশে ছুড়ি ক্ষোভে!

২৪ শে মে, ২০২২ রাত ১২:৪০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: অনেক অনেক সুন্দর করে বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.