নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

টকটকে নীল শাড়ি

২৮ শে মে, ২০২২ দুপুর ২:২৬


দিন রাত যখনই তোমার বাড়ির দিকে রওয়ানা হই
তখনই ঠিক মাথার উপর দিয়ে কোথা থেকে একটা পাখি উড়তে শুরু করে!
আশ্চর্য হয়ে প্রতিবারই দেখি
সেই পাখিটার ছায়াও উড়তে থাকে আমার চলন্ত ছায়ার উপর।
তারপর ধীরে ধীরে ছায়া দুটি এক হয়ে যায়,
একসময় কোনোমতেই আলাদা করা যায় না
-কোনটা পাখির ছায়া আর কোনটা মানুষের।

যতই তোমার বাড়ির কাছাকাছি পৌঁছাই-
ততই আমারই বুকের মাঝে
আমি একজন পরিচিত মানুষ থেকে একটি ‍অচেনা পাখি হতে শুরু করি।
তখনই সারাজীবনে কিপটেমি করে বুকের মাঝে জমিয়ে রাখা
আমার মানুষ জীবনটা
বেহিসাবীর মতো উড়তে শুরু করে চারিদিকে।

এই যে বুকের আড়ালে লুকিয়ে রাখা-
বালকবেলার একটি রঙিন শার্ট,
আস্ত একটা নদী,
শহরময় দাবড়িয়ে বেড়ানো একটা দোতালা রঙচটা বাস,
স্কুল ছুটির পর গেটে দাঁড়িয়ে থাকা
একজন কিশোর কুলফি আইসক্রীমওয়ালা,
গ্রামের কবরস্হানে জ্বলে থাকা কিছু জোনাকি পোকা,
গোলাপ ফুল আঁকা একটি টিনের সুটকেস,
একটি রোদ চশমা,
একটি বাই সাইকেল,
সবই উড়েতে থাকে আকাশে।

তুমি যখন টকটকে নীল শাড়ি পরে বাড়ির দরজা খুলে আমার দিকে মাত্র একবার তাকাও
তখন কী যে হয়!
সবই আবোল তাবোল হয়ে যায় এই বুকে।

সারাজীবন কিপটেমি করে বুকের মাঝে জমিয়ে রাখা আমার জীবনটার আর কিছুই থাকেনা আমার জন্য,
সব শূন্য হয়ে যায় চোখের পলকে।
তখন বুকের ভিতর হাতরে শুধু পাই
গরম বাতাসে ভেসে বেড়ানো
-তোমার জন্য আমার একটা জ্বলন্ত প্রেম।
———————
র শি দ হা রু ন
২৮/০৫/২০২২

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২২ বিকাল ৪:৩৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: নীল শাড়িরা মোহ। মোহ কেটে গেলে সর্বনাশ!

২৯ শে মে, ২০২২ রাত ১২:৩৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ২৮ শে মে, ২০২২ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: কবিতাটা আমার খুবই ভালো লাগছে।

২৯ শে মে, ২০২২ রাত ১২:৩৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ২৮ শে মে, ২০২২ রাত ১১:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বলন্ত প্রেমের কবিতা ভালো হয়েছে।

২৯ শে মে, ২০২২ রাত ১২:৩৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.