নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

বেঁচে আছি এখনো

০৪ ঠা জুন, ২০২২ রাত ১০:৪৯


মনোলীনা,
অনেকদিন পর চিঠি লিখতে বসেছি তোমার কাছে।
এতদিন লুকিয়ে ছিলাম ঘরের দরজা জানালা বন্ধ করে এক অন্ধকার গুহার ভিতরে;
শুধু ঘুম আর ঘুম।

ঘরের বাইরে কত ঝড় বৃষ্টি হয়েছে এতদিনে তার হিসেবও রাখিনি,
শুধু টের পেতাম বুকের ভিতরে কালো মেঘের আনাগোনা বাড়ছে।

ক্ষিধে পেলে জমানো চোখের জলে পেট ভরাতাম।
প্রাপক না পেয়ে বিষণ্ন ডাকপিয়নের বুকের হাহাকারের শব্দ দরজার নিচ দিয়ে মাঝে মাঝে কানে ভেসে আসত।
দরজার বাহিরে বন্ধুবান্ধব ডাকতে ডাকতে ক্লান্ত আর হতাশ হয়ে বারবার ফিরে যেত।

আমি চুপচাপ বালিশে মুখ চেপে বসে থাকতাম,
কেউ যেনো আমাকে খুঁজে না পায়।
একসময় আবারও ঘুমিয়ে পরতাম।

একদিন ঘুমের মাঝে ধবধবে সাদা শাড়ি পরে মা এসে হাজির আমার বদ্ধ ঘরে।
আমার মাথায় নরম করে হাত রেখে বললো,
“বাবারে এভাবে লুকিয়ে থাকলেই কি বেঁচে যাবি?
সবারই মা মারা যায়,
মরে গিয়েও আমিতো সারাজীবন তোরই সাথে আছি।
তোর জমানো চোখের জলও তো প্রায় শেষ,
কী খেয়ে বাঁচবি আর?
দরজা খুলে দেখ,
তোর বেঁচে থাকার অনেক চিঠি জমেছে।"

মনোলীনা,
অনেকদিন পর দরজা জানালা খুলে অন্ধকার গুহা থেকে বের হলাম,
তীব্র আলোতে চোখ খানিকটা পুড়ে যেতে বসেছিল!
তোমার অনেক চিঠি জমে আছে,
খুলে দেখা হয়নি এখনো।
তাইতো তোমাকে লিখতে বসেছি,
নতুন করে জানান দেবার জন্য
“ আমি এখনো বেঁচে আছি,
আবারো আয়না দেখা শুরু করেছি,
চোখে নতুন করে আবার জল জমতে শুরু করেছে।
মনে রেখ,
মা মারা গেলেও
মানুষরা বেঁচে থাকে
বুকের ভিতরে কালো মেঘ জমিয়ে জমিয়ে।
—————
০৪/০৬/২০২২
র শি দ হা রু ন

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২২ রাত ১১:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কায়দা করে বেঁচে থাকুন।

১০ ই জুন, ২০২২ সকাল ৮:৪৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ০৫ ই জুন, ২০২২ রাত ১২:৩১

রেজাউল৯৬ বলেছেন: প্রিয় ব্লগার, আপনার ব্যথার তীব্রতা আগে অনুধাবন করতে পারি নি।
মাতৃবিয়োগের শোকের কোন সান্ত্বনা হয় না।
তবে অনুরোধ করব এভাবে ভাবুন- যদি আপনার মা থাকতেন আর আপনি চলে যেতেন, সেই শোক কি আপনার মা সামলাতে
পারতেন? তার চেয়ে কি এই ভাল নয়?

পরম করুণাময় আপনার মা কে উচু স্থান দান করুন এই প্রার্থনা করি।

১০ ই জুন, ২০২২ সকাল ৮:৪৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আমিন
ধন্যবাদ আপনাকে

৩| ০৫ ই জুন, ২০২২ রাত ১২:৫৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: হৃদয় বিদারক কবিতাটা দিয়ে চোখে জল না আনলে কি হতোনা!

১০ ই জুন, ২০২২ সকাল ৮:৪৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালো থাকুন

৪| ০৫ ই জুন, ২০২২ রাত ১:৪৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১০ ই জুন, ২০২২ সকাল ৮:৪৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫| ০৫ ই জুন, ২০২২ ভোর ৫:০৩

বেবিফেস বলেছেন: মা মারা গেলেও
মানুষরা বেঁচে থাকে
বুকের ভিতরে কালো মেঘ জমিয়ে জমিয়ে

খুব ভালো লাগলো।

১০ ই জুন, ২০২২ সকাল ৮:৪৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ২১ শে জুন, ২০২২ রাত ১১:৪৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: +

২৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৩১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.