নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

হযবরল কথা

০৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪২


সারারাত নির্ঘুম থেকে শহরের দেয়ালে দেয়ালে জীবনের বঞ্চনার যে গল্প লিখেছিলাম,
ঘুম থেকে উঠে দেখি সব বঞ্চনার কথা দেয়াল থেকে গুম হয়ে গেছে।

কবিতার খাতায় একদিন আনমনে এঁকেছিলাম এক পাহাড়,
সকাল হতেই দেখি কবিতার খাতা থেকে সেই পাহাড়ও পালিয়েছে আমাকে না বলেই।

আমার শরীরের আবহাওয়ার কথা জানিয়ে একজন নারী আবহাওয়াবিদকে
সারা দুপুর ধরে যে চিঠি লিখেছিলাম,
সেটা পকেটে নিয়ে ঘুরেছি অনেকদিন যাবত সারা সকাল বিকেল সন্ধ্যা।
আমাকে দেখলেই সব ডাকবাক্স আজকাল দৌড়ে পালায়,
প্রাপকের ঠিকানায় পোস্ট করা হলো না আজও সেই চিঠি,
এর মাঝে শরীরে গরমকাল চলে গিয়ে শীতের ভাব চলে এসেছে।

আজকাল রাস্তায় নামলেই ভুলে যাই গন্তব্যের ঠিকানা,
প্রায়ই ‌অপরিচিত এক নদীর পারে নিজেকে আবিষ্কার করি।

বৃষ্টির দিন ছাতা নিয়ে বের হলেই ছাতা উড়ে যায় ঘুড়ির মতো ঝড়ো বাতাসে,
ছুটেও আর ধরতে পারি না সেই ছাতা।
সেইসব ছাতা গিয়ে হারায় এক নষ্ট মেয়ের দরজায়,
আর সেই নষ্ট মেয়ের দরজায় কড়া নাড়তেই আমাকে দেখলেই প্রতিবারই বলে,
“ নষ্ট পুরুষ মানুষ এতোটুকুও পছন্দ না আমার!”

আমি সব বঞ্চনা, অবহেলা, শরীরের তাপের কথা ভুলে যাই ‌অনায়াসে
শুধু আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখে ফিক্ করে হেসে ফেলি শব্দহীন করে;
কেউ যেন টের না পায়
মনে মনে বলি
-‘বয়স হলে সব পুরুষেরই একদিন এমনই হয় বুঝি।’

শুধু গভীর রাতে আমার কবিতার খাতার পাতা উল্টাতে গেলেই দেখি-
‘মৃত্যু, হাতে সুটকেস নিয়ে সেজেগুজে দাঁড়িয়ে আছে আমার কবিতার প্রতিটি শব্দে।”
——————
র শি দ হা রু ন
০৭/০৭/২০২২

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২২ রাত ৮:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে।

০৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:৫২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই জুলাই, ২০২২ রাত ১১:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো।

০৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:৫২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৮ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা আমার ভালো লাগে।

১১ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.