নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

তুমিও একদিন গোল্লায় যাবে

১১ ই জুলাই, ২০২২ বিকাল ৫:২৪

তোমাকে দেখেই আমার রাগটা মাথায় চড়ে বসল,
তোমার লাল ঠোঁটটা ফোলাফোলা লাগছে;
আর ধবধবে সাদা গলায় বেগুনী দাগ-
নখের আঁচড় মনে হচ্ছে,
কারো ঠোঁট চেপে ধরার দাগও হতে পারে।

রাস্তায় দাঁড়িয়েও দোতালার বারান্দায় তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি।
সদ্য গোসল সেরে কাপড় নাড়তে বারান্দায় গুণগুণ করে মনের আনন্দে সুর ভাজছিলে,
আমাকে এক ঝলক দেখেও না দেখার ভান করলে!

তোমাকে কতবার বুঝিয়েছিলাম,
এই বেখাপ্পা লম্বা দারোয়ানের মতো বড়ো বড়ো গোঁফওয়ালা, বিদঘুটে কালো লোকটাকে বিয়ে না করতে,
তোমাকে এই জীবনেও বুঝবেনা সে;
আদর যত্নে রাখবে না একটুও মুহূর্তের জন্য।

দেখ এখনই কী অবস্থা,
তিনদিনও হয়নি!
এখনই ঠোঁট-গলা কামড়ে কী একটা বিশ্রী অবস্থা করেছে তোমার!
আমার কেনো যে মনে হয়
-এই অবস্থায় তোমাকে আবার হাসিমুখে গুণগুণ করে
গান গান গাইতে বাধ্য করছে লোকটি!

মনোলীনা,
আমি জানি
তুমি সুখে নেই,
আমাকে ছাড়া তুমি কীভাবে সুখে থাকবে?
সাহস করে দোতালা থেকে নেমে আসো,
আমি তোমাকে নিয়ে পালিয়ে যাবার জন্য তিনদিন ধরে মহল্লায়
তোমার বাড়ির নীচে দাঁড়িয়ে আছি।

গোল্লায় যাক এই মহল্লা,
গোল্লায় যাক এই ঢাকা শহর,
গোল্লায় যাক তোমার বিয়ে, সংসার।

চলো আমরা ঢাকা শহর ছেড়ে ‌অন্য শহরে চলে যাই।
আর যদি তুমি যেতে না চাও
তাহলে তুমিও একদিন গোল্লায়ই যাবে,
‘মনোলীনা’
মনে রেখো,
আমাকে ছাড়া তুমি সত্যি সত্যি একদিন গোল্লায় যাবে।
———————
র শি দ হা রু ন
১১/০৭/২০২২

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চার নং স্তবকে সুখ বিশ্লেষিত হয়েছে।

১১ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আপনাকে ধন্যবাদ

২| ১১ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৪

সোনাগাজী বলেছেন:



সম্পর্ক সঠিক না'হলে, বা ভুলের খেসারত দিতে হলে, কবি মন তাকে কি এভাবে নেব?

১১ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: সব প্রেমিকই মনে মনে কবি থাকে একসময়

৩| ১১ ই জুলাই, ২০২২ রাত ৯:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যৌবনে অনেকেই এ ভাবে নষ্ট হয়!
সঠিক সম্পর্ক না'হলে, এভাবেই
ভুলের খেসারত দিতে হয়।

১২ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ঠিকই বলেছেন
আপনাকে ধন্যবাদ

৪| ১২ ই জুলাই, ২০২২ রাত ২:৪৩

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

১২ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.