নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

মুদ্রার এপিঠ ওপিঠ

২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৮


রংবেরঙের কাগজ আর রঙিন বাতিতে তোমার বাড়িটা আজ সাজানো,
আর গলির মুখে রাজকীয় ভঙ্গিতে নির্মম অহংকার নিয়ে দাঁড়িয়ে আছে একটি বিয়ের গেট।

সকাল থেকেই মহল্লার আকাশে কালো মেঘ জমে আছে,
এই ঝরবে ঝরবে বলে অপেক্ষায়।

পরিচিত অপরিচিত মানুষজন হাসিমুখে ঢুকছে সেই বাড়িতে।
খুব উচ্চৈঃস্বরে সানাইয়ের আওয়াজে সবার কথাই আড়াল হচ্ছে।
চারিদিকে বিরানির মৌমৌ গন্ধ বেহায়ার মতো আমাকেও ক্ষুধার্ত করে তুলছে!

বিয়ে বাড়ির কিছু রঙিন ছেঁড়া কাগজ
পড়ে আছে তোমার বাড়ির রাস্তায় রাস্তায়।

আমি কাঙালের মতো সেই বাড়ির
চারদিকে সকাল থেকে শুধু ঘুরছি আর ঘুরছি
মাঝে মাঝে হাসিখুশি মানুষ দেখছি,
দেখছি মানুষের জুতোর তলায় বারবার পিষ্ট হয়ে যাওয়া ছেঁড়া রঙিন কাগজের হাহাকার।
হঠাৎ করেই ঝুম বৃষ্টিতে
সবাই দৌঁড়ে পালাল বৃষ্টির জল থেকে।

মনোলীনা,
আমি একা সেই জলে ভিজতে ভিজতে
বৃষ্টির কাছে শুধু প্রার্থনা করছি-
বৃষ্টি যেনো আরো বেশি করে জল ঝরায়,
হাসিখুশি মানুষগুলো যেনো আজ আমার কান্না বুঝতে না পারে।

জলে ভেজা চোখে তাকিয়ে আমার বাকি জীবনটা খুঁজে পেলাম তোমার বাড়ির মহল্লার সেই ভেজা রাস্তায় রাস্তায়।

তোমার বিয়েতে আশীর্বাদ করতে আসা
মানুষের জুতার তলায় পিষ্ট হওয়া জলে ভেজা ছেঁড়া রঙিন কাগজগুলো
আর আমার বাকি জীবনটা এখন থেকে
-একই মুদ্রার এপিঠ ওপিঠ।
——————————
র শি দ হা রু ন
১৯/০৭/২০২২

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০২২ ভোর ৬:০২

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার লিখা ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৩ শে জুলাই, ২০২২ রাত ২:০৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.