নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আমি এখনো বেঁচে আছিও

২২ শে আগস্ট, ২০২২ রাত ১১:২৬




আজকাল যখন তখন মাথার ভিতরে কে যেন ডেকে উঠে জানতে চায়,
“কেমন আছিস?”
চমকে উঠে এদিক ওদিক তাকাই,
কেউ ডাকছে ভেবে আঁতকে উঠি বুকে ভিতর।
কেউ নেই আশেপাশে।

তখনই মনে পড়ে আমার মা বাবা নেই যে আমার খবর নিবে-
মন খারাপ হয়ে যায় আমার।

মন খারাপ হলে
আমি নিজেকে খুশি করতে মাঝেমধ্যে আয়রন করা ঝকঝকে পোষাক পরি,
পুরনো জুতায় কালি করি,
যত্ন করে নিজের দাড়ি কামাই সেদিন,
তারপর নিজেকে নিয়েই বের হয়ে পুরো ঢাকা শহর চক্কর দেই সারাদিন।

রাস্তায় প্রায়ই কোনো না কোনো মিছিলে আটকা পড়ি,
সব স্লোগান আমার কাছে একরকমই মনে হয়,
“মানতে হবে, মানতে হবে”
মিছিলের পিছনে হাঁটতে হাঁটতে নিজেও স্লোগান দেই কিছুক্ষণ,
একসময় মাথার ভিতরে কেউ জানতে চায়,
“কেমন আছিস?"
খুব মন খারাপ হয় আমার।

ফুটপাত ধরে হাঁটতে গিয়ে রাস্তায় বিছানো পত্রিকার হেডলাইনগুলোতে কিছুক্ষণ চোখ বুলাই-

ডলারের দাম আবারও বাড়ল,
তেলের দামের বিরাট লাফ,
মায়ের হাতে সন্তান খুন,
বাজারে সবকিছুর দামে আগুন,
এবার ধানের বাম্পার ফলন,
বৃদ্ধ বাবা মাকে ঘর থেকে বের করে দিলো সন্তানরা,
চালকের ভুলে গেল ছয় তাজা প্রাণ।”
মাথার ভিতর কে যেন চিৎকার করে ডাক দিয়ে ওঠে,
“কেমন আছিস?
মন খারাপ হয় আমার।

সিনেমা হলে ঢুকে পড়ি সন্ধ্যার শোতে।
নায়ক নায়িকার কষ্টের সংলাপে আমার চোখ দিয়ে টুপটুপ করে জল ঝরে।
একসময় মাথার ভিতরে কেউ জানতে চায়,
“কেমন আছিস?
মন খারাপ হয় আমার।

রাতের ঢাকা শহরের রাজপথের জ্বলন্ত সাইনবোর্ডের রংবেরঙের মেকাপের ভয়ে আজকাল চাঁদের আলো মাটিতে নামেনা!
একটু চাঁদের আলোর জন্য আমি ছুটতে থাকি শহরের অলিগলি ধরে।
একসময় মাথার ভিতরে ডেকে কেউ জানতে চায়,
কেমন আছিস?
মন খারাপ হয় আমার।

বাসায় ফিরি রাত করে।
টেবিলে ঢাকা কোনো গরম ভাত রাখার আমার আপন কেউ নেই,
গরম ভাতের জন্য কলিজা পুড়ে।
একটা গরম দীর্ঘশ্বাস ছেড়ে ঘরের সব বাতি নিভিয়ে
সাততলার ‌অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে ঝলমল ঢাকা শহরের দিকে তাকিয়ে থাকি
আর একটার পর একটা সিগারেট পোড়াই।
একসময় মাথার ভিতরে কে যেন ডেকে উঠে জানতে চায়,
“কেমন আছিস?”
তখনই তীব্র মন খারাপ হয় আমার।

দৌড়ে ঘরে ঢুকে সব বাতি জ্বালিয়ে দে‌ই
আর আয়নার দিকে তাকিয়ে চিৎকার করে নিজেকেই বলি,
“ আমি এখনো বেঁচে আছি!"
————————
র শি দ হা রু ন
২৩/০৮/২০২২

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২২ রাত ১১:৪০

আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ আপনাকে। সুন্দর অভিব্যক্তি। পড়ে বেশ ভাল লাগলো।

২৩ শে আগস্ট, ২০২২ রাত ১:০৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে আগস্ট, ২০২২ রাত ১১:৪৬

সুবোধ বালক বলেছেন: ভালো লাগলো ।

২৩ শে আগস্ট, ২০২২ রাত ১:০৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১২:৩৮

মীর ভাই বলেছেন: নিদারুন বাস্তবতা..

২৩ শে আগস্ট, ২০২২ রাত ১:০৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১:৩৮

পোড়া বেগুন বলেছেন:
না মরার আগ পর্যন্ত সবাই বেচে থাকে!
বলেন ঠিক কিনা?

২৫ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৫| ২৩ শে আগস্ট, ২০২২ সকাল ৮:০৩

সেলিম আনোয়ার বলেছেন: বুঝা যায় মৃত্যু সন্নিকটে। যা যা খেতে ইচ্ছে করে খাওয়া দরকার। গরম ভাত রান্না করা খুব কঠিন নয়। এই ইচ্ছে উচ্চ বিলাসী নয়। আপনার ইচ্ছে পূরণ হোক।

২৫ শে আগস্ট, ২০২২ দুপুর ১:০৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৬| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৫ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৭| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার লেখা ভাল লাগে আমার, ভালো লাগে এইটাও...

২৫ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.