নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

ক্লিপ দিয়ে আটকানো আমার মনটা

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৪


‌অফিসে আসা যাওয়ার পথে
নতুন মহল্লার
একটি পাঁচতলা বাড়ির তিনতলায় চোখ আটকে যায় আমার প্রতিদিনই।
বারান্দায় একটি হলুদ শাড়ি ঝুলছে কয়েকদিন ধরে।
আমি প্রায়ই কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে শাড়িটা দেখি-
মাঝে মধ্যে দমকা হাওয়ায় উড়ে যেতে চায় সেটি।
কল্পনায় ভাবি
হয়তো কোনো নির্দয় পুরুষ ক্লিপ দিয়ে আটকে রেখেছে এটাকে।

কয়েদি শাড়িটি শুধু হাওয়ায় ভাসে না দেখা এক বন্দি নারীর হাহাকার আমার বুকে উড়িয়ে।

ইদানীং রাতে ঘুমাতে গেলেই
চোখ বুক জুড়ে এক হলুদ শাড়ি দাবড়িয়ে বেড়ায়।
‌অঘুমে আমার মন হারিয়ে যায়,
হারিয়ে যাওয়া সেই মন
হঠাৎ হঠাৎ চিৎকার করে কোথ্থেকে যেনো বলে ওঠে,
“আহারে!
কার শাড়ি হাওয়ায় ভাসে একাএকা এইভাবে!”

এখন অফিসে আসা যাওয়ার পথে
এক অপরিচিত বিষণ্নতা নিয়ে মনহারা আমি
সেই তিনতলার এই বারান্দায় তাকালেই দেখি,
একটা হলুদ শাড়ির পাশাপাশি ক্লিপ দিয়ে আটকানো
আমার হারিয়ে যাওয়া মনটা ঝুলছে রাতদিন ।
————-
র শি দ হা রু ন
১৮/০৯/২০২২

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:০৭

অপ্‌সরা বলেছেন: ভাইয়া শাড়ি তো মেয়েরাই কাঁচে মেয়েরাই ক্লিপ দিয়ে আটকায়।

কস্মীনকালে কোনো পুরুষ শাড়ি নেড়ে দেয় তারে দেখিনি তো। :-/

২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: কবিদের মাথা ঠিক নেই
কল্পনার আগা মাথা নেই

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৪৩

মনিরা সুলতানা বলেছেন: কোথায় যে আটকে যায় আমাদের মন!!

২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ঠিকই বলেছেন

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩৪

নীল আকাশ বলেছেন: রাস্তা দিয়ে সোজা হাটবেন। এদিক ওদিক তাকান কেন?

২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আপনার কথা মেনে চলার চেষ্টা করবো

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪০

মুদ্‌দাকির বলেছেন: নীল আকাশের সাথে একমত।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আমিও একমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.