নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

মদে আমার নেশা হয় না

০১ লা অক্টোবর, ২০২২ রাত ১০:২০


মদে আমার নেশা হয় না
কথায় নেশা হয়!

শুধু কথার নেশার মাতলামিতে
আমার দু’পা টলমল করে,
মাথা চরকির মতো ভনভন করে ঘোরে;
বুকের ভিতরে জ্বলে যায়- অ‌দৃশ্য আগুনে ছ্যাত ছ্যাত করে।
কখনো কখনো দু’হাতের আঙুলও গুনতে গেলে একটা দুটো কম বেশি হয়ে যায় নেশার ঘোরে।

চারদিকে শুধু কথারইতো কারবার,
- রাজনৈতিক সব চাতুরি কথাবার্তায় আজ শব্দ দূষণ,
-সাংবাদপত্রে পাতা জুড়ে শুধু বেতাল কথার নষ্ট মেলা,
-ব্যবসায়ীদের লোভের কথায় আমজনতার দীর্ঘশ্বাস,
-এনজিওদের ছলনাময় কথায়
গরিবের শরীরের চামড়া পোড়ার গন্ধ বাতাসে ভাসে,
-কর্পোরেটদের নকল উন্নয়নে
নকল সুখের গল্পের কথা সবার ড্রয়িং রুমে সাজানো।
-চারদিকে আমাকে ঘিরে মিথ্যা মানুষের মিথ্যা কথা।
মুখোশপরা সব কথাতেই
বুকের ভিতরের তীব্র আগুনে
আমার মাথার ভিতরে
মাতাল মাতাল লাগে।

মদে আমার নেশা হয় না
কথায় নেশা হয়!

প্রেমিক প্রেমিকার অভিমানে শব্দহীন কথায়,
ভালোবাসার মানুষের অবিশ্বাসের কথায়
বন্ধুর সাথে বন্ধুর প্রতারণার কথায় প্রতিনিয়ত আমার নেশা বাড়ে।

মদে আমার নেশা হয় না
কথায় নেশা হয়!

বন্ধুরা,
চারিদিকে শধু কথা আর কথা
এই ধরো,
সকালবেলায় রাতের কথা,
শীতের কালে গরমের কথা,
বৃষ্টির দিনে রোদের কথা,
নষ্ট প্রেমের নষ্ট কথা,
এসব কথাতেই
আমার বুকের ভিতরের তীব্র আগুনে
মাথার ভিতরে
মাতাল মাতাল লাগে।

মদে আমার নেশা হয় না
কথায় নেশা হয়!
————-
রশিদ হারুন
০১/১০/২০২২

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.