নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু সে তো কাঁনামাছি ভোঁ ভোঁ

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১:২২



এই ঝুম বৃষ্টির দিনে
কাকটি একা একা উড়ে কতদূর যাবে!
সেই দৃশ্যটা দেখতে
জানালা খুলে দিতেই ঝাপটা জলে চোখ মুখ ভিজে গেল আমার,
আর ভিজে গেল টেবিলে পড়ে থাকা কিছু ‌অসমাপ্ত চিঠি।
কত কথাই যে বলার ছিল তোমাকে,
সব অসমাপ্ত রয়ে গেল এক জীবনে।

আজ আর কিছুই ঠিকমতো মনে পড়েনা!
মনে পড়েনা তোমার চুলের ঘ্রান,
একটি বিষমাখা কালো তিল ছিল ঠোঁটে,
সেটার কথাও প্রায় ভুলেই গিয়েছিলাম।

মনে পড়ে শুধু
তুচ্ছ-তাচ্ছিল্য আর অবহেলা,
আর মনে পড়ে এই একা ঘরে
আমার বুকফাটা কান্নার জলে ঘরটারই ভেসে যাওয়া।

ভাবতেই বুকে জিদ চেপে যায়,
এই বৃষ্টির দিনে তুমি হয়তো ব্যস্ত তোমার পুরুষ নিয়ে।
আমার কী আসে যায় তাতে?
ইচ্ছে করে সব ‌অসমাপ্ত রেখে আজ এই বৃষ্টির দিনে
কাকটার সাথে উড়তে উড়তে দেখি,
কাকটা কোথায় গিয়ে থামে।

রাগে মাথা ঝিমঝিম করে,
বুক খালি হয়ে যায়,
আর মৃত্যু?
সে তো কাঁনামাছি ভোঁ ভোঁ,
যে কিনা আমাকে সারাক্ষণ ছুঁয়ে আছে তোমাকে লেখা
আমার ‌অসমাপ্ত চিঠিগুলোরই মতো।
————————
র শি দ হা রু ন
০৪/১০/২০২২

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১:৫০

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি বই বের করেছেন?

০৫ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:০৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: হা
৯টি কাব্যগ্রন্থ
- ১. ভালো থেকো মনোলীনা,
২. সময় ভেসে যায় বৃষ্টির জলে,
৩. আমার মন খারাপের রাতে তুমি ঘুমিয়ো না,
৪. একটি আউলা-ঝাউলা জীবনের প্রার্থনা।
৫. এই শহরের সব ডাকবাক্স চুরি হয়ে গেছে
৬. তুমি ছাড়া আমি এক বিষণ্ন চড়ুই
৭. মনোলীনা একদিন আমাকে দেখতে আসবে
৮. আমি একদিন সমুদ্রের জল হয়ে যাবো
৯। কাব্যসমগ্র
আর কলকাতা থেকে বের হচ্ছে
“ এই শহরে আমার কোন বন্ধু নেই”

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.