নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
চলে যাবে?
যাও।
কিছু কি ফেরত দিতে হবে তোমাকে?
তোমার সেই ফড়িং বয়স
যা উড়ত সবসময় আমার বুকে?
তোমার সেই বটতলার মাঠ,
যেখানে এখন বড় দালানকোঠা?
তোমার সেইসব চিঠি
যা ফ্রকের আড়ালে বুক থেকে বের করে দিতে?
তোমার ফুলতোলা রঙিন রুমালটা
যা আমার পকেট থেকে হারিয়ে গেছে?
বৃষ্টিতে যে ছাদে দাঁড়িয়ে দু’জন ভিজতাম
সেই ছাদ কিংবা বৃষ্টির ফোঁটাগুলো?
তোমার প্রিয় আয়নাটা
যা আমার হাত থেকে পড়ে টুকরো টুকরো হয়েছিলো?
একটা অপরিচিত পাখির ফেলে যাওয়া পালক
যা আমাকে যত্ন করে রাখতে দিয়েছিলে?
প্রথম চুম্বনটা
যেটা একরকম জোর করেই নিয়েছিলাম?
সেই জ্বলন্ত চাঁদটা
যেটা আকাশ পোড়ালেই দু’জনে পোড়ার জন্য অস্থির হতাম?
সেই গানটা
যেটা দু’জন একসাথেই শুনতাম?
চলে যাবে যাও
আমি এর একটিও ফিরিয়ে দিতে পারবো না তোমাকে।
তোমার এই সবকিছু নিয়েই আজ আমি।
এর একটিও যদি চাও
আমাকেই সাথে নিতে হবে তোমার।
এবার কি চাও?
আমাকে জানাও।
——————-
র শি দ হা রু ন
২৫/১০/২০২২
০২ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৭
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ২৭ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।
০২ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৭
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ২৭ শে অক্টোবর, ২০২২ রাত ১১:০৪
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা।
লাইক!
০২ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৭
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৪| ০২ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২০
মিরোরডডল বলেছেন:
চলে যাবে যাও
আমি এর একটিও ফিরিয়ে দিতে পারবো না তোমাকে।
তোমার এই সবকিছু নিয়েই আজ আমি।
এর একটিও যদি চাও
আমাকেই সাথে নিতে হবে তোমার।
ঠিক বলেছে ।
০২ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৮
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৫| ০২ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২১
মিরোরডডল বলেছেন:
এবার তুমি ভেবে দেখো
থাকবে
না চলে যাবে
০৩ রা নভেম্বর, ২০২২ দুপুর ১২:১৮
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৩৩
হাবিব বলেছেন: ভাইয়া লেখাটা দুইবার এসেছে।
সুন্দর হয়েছে কবিতাখানি।
"তোমার সেই ফড়িং বয়স
যা উড়তো সবসময় আমার বুকে!"
----দারুণ, দারুণ