নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

ডলার

১৭ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৪১


বিশ্বাস করুন
আমরা সুখেই আছি,
ঝগড়া করি
মান অভিমান করি
তবুও আমরা সুখেই আছি।

ডলারের দাম বাড়ায়
আমরা শুধু আগের চেয়ে একটু বেশি দরিদ্র হয়েছি,
আমাদের ধার দেনা একটু বেড়ে গেছে,
আশেপাশে ধার দেওয়ার মতো মানুষজন কমে গেছে,
ইদানিং আমার কাছেই ‌অনেকে ধার চাওয়া শুরু করেছে!

সুখেই আছি,
এইতো সেদিন
মাঝরাতে ঘুম থেকে ডেকে তুলে
ও বললো,
‘অনেকদিন হলো
ঘুরতে যাইনা কোথাও!
সমুদ্রের জলে মায়াবতী চাঁদের গোসল দেখিনা কতকাল যাবত!
ওকে খুশি করতে তখনই বললাম,
‘চাঁদের মায়া দেখতে আমার সমুদ্রে যেতে হবে না,
পুরো ঘর ভর্তি আমার মায়া আর মায়া’।

সুখেই আছি,
ডলারের দাম বাড়ায়
আমরা শুধু আগের চেয়ে একটু বেশি দরিদ্র হয়েছি,
তাইতো কম খেয়ে খেয়ে শরীরের ওজন কমিয়ে
আমরা এখন ফিট হয়ে গেছি,
দু’জন দু’জনকে প্রায়ই বলি,
ওজন কমে যাওয়ায়
তোমাকে এখন আগের চেয়েও বেশ স্মার্ট লাগে।

সুখেই আছি
শুধু আয়নায় তাকলেই
কে যেন গালি দিয়ে বলে ওঠে,
মিথ্যুক,
ঠিক মতো অভিনয় শেখো আগে,
তোদের সব সুখ গিলে খাচ্ছে ডলার!
—————-
র শি দ হা রু ন
১৭/১১/২০২২

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: বাহ!! চমৎকার।

১৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:১১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.