নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

অর্ধেক জীবন

২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৫


তোমাদের মহল্লায় এসেছি কতদিন পর
কিছুতেই হিসেব করে বলতে পারছি না!

শুধু মনে আছে সেদিন তোমার বাড়ির গলিতে ঢুকতেই
কালো রংয়ের একটা কুকুর আমার শরীর ঘেঁষে হাঁটতে শুরু করেছিল।
তোমার তেতলার বারান্দায় তাকাতেই দেখেছিলাম,
বারান্দা বরাবর বিদ্যুৎতের তারে একটা ঘুড়ি আর একটা মরা কাক একসাথে ঝুলছিল,
আর বারান্দায় কেউ দাঁড়িয়ে নেই আমার জন্য,
তোমার কি দাঁড়িয়ে থাকার কথা ছিল কিনা মনে করতে পারছিনা!
একটা কথা স্পষ্ট মনে আছে,
আমার হাতে ছিল তোমার জন্য উপহার
সুনীলের লেখা 'অর্ধেক জীবন'।

এক হাতে 'অর্ধেক জীবন'
আর এক হাত দিয়ে
তোমার বাড়ির কলিংবেল - কত জনম চেপে ধরে রেখেছিলাম ভুলে গেছি।
শুধু মনে আছে পাশ দিয়ে কেউ একজন যাবার সময় বলে গিয়েছিল,
“ভাই সকাল থেকেই বিদুৎ নাই, জোরে নাম ধরে ডাকেন।"
আমি “অর্ধেক জীবন” বুকে চেপে তোমার নাম ধরে চিৎকার করে অসংখ্যবার ডেকেছিলাম,
তারপরও কেউ এসে দরজা খুলে দেয়নি।

অনেকদিন পর আজ তোমাদের মহল্লায় এসেছি,
আজও আমার হাতে তোমার জন্য উপহার
সুনীলের লেখা 'অর্ধেক জীবন'।

আমার কেন যেন বারবার মনে হচ্ছে
তোমার মহল্লায় আজও বিদ্যুৎ নেই!
আজও তোমার বাড়ির দরজা কেউ এসে খুলবে না,
আর আমার তোমাকে কখনোই সুনীলের লেখা 'অর্ধেক জীবন' দেওয়া হবেনা।
—————————-
র শি দ হা রু ন
২৬/১২/২০২২

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
সহজস অরল কবিতা। কবিতায় কোনো ভান বা ভনিতা নেই।

২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই ভান ভনিতা ছাড়া বলার জন্য

২| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৪৮

হাসান জামাল গোলাপ বলেছেন: ভালো লেগেছে।

২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই ভান ভনিতা ছাড়া বলার জন্য

ভালো থাকুন।

২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:০৩

মিরোরডডল বলেছেন:




আজও তোমার বাড়ির দরজা কেউ এসে খুলবে না,
আর আমার তোমাকে কখনোই সুনীলের লেখা 'অর্ধেক জীবন' দেওয়া হবেনা।


সেটাই
কেউ এসে দরজা খুলবে না
বারান্দায় কেউ দাঁড়িয়ে নেই
সময়ের সাথে সব এমন বদলে যায় কেনো !

২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৫| ২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কী ভাবে যে লেখেন !!

২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৬| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩১

ফুয়াদের বাপ বলেছেন: প্রিয়সীর পলক প্রাপ্তির প্রত্যাশায় বারংবার ফিরে ফিরে আসা, যদি আজ বিদ্যুৎ থাকে! যদি আজ কলিং বেলটা বেজে উঠে কিংবা চিৎকারের স্বর প্রিয়সীর কর্ণে প্রবেশ করে! যদি একবার ভুল করে হলেও খোলে দ্বার! তবে তার হাতে তুলে দিবো নিজের পুরোটা আর সুনীলের-অর্ধেক জীবন।

চমৎকার ভাবের ভাবনায় লেখা কবিতার জন্য শুভেচ্ছা কবিকে।

২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.