নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

নতুন বছর

০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩১




নতুন বছরের শুরুতেই বাজি পোড়ানোর শব্দে
কান বন্ধ হবার মতো হয়ে যাওয়ার দশা হয় যখন,
তখনই আমার উত্তর যাত্রাবাড়ির কথা মনে পড়ে।
যাত্রাবাড়ির কথা মনে পড়লে চোখের সামনে দিয়ে সিনেমার মতো ভেসে ওঠে মনে,
ইট বিছানো ভাঙাচোরা রাস্তা,
টিনের আর ইটের বিল্ডিংয়ের সহ অবস্থানে
রাস্তার টিউবওয়েলের নিচে বসে হাসি মুখে খালি গায়ে গোসল করা এক বালক।
বিদুৎতের তারে ঘুড়ি আটকে ঝুলতে থাকা,
যাত্রাবাড়ির কথা মনে পড়লে কখনো কোনো কৃষ্ণচূড়া গাছের কথা মনে পড়ে না,
শুধু পেয়ারা গাছে ঝুলতে থাকা সবুজ পেয়ারার কথা মনে পড়ে।

বারবার নতুন বছরের শুরুতেই বাজি পোড়ানোর শব্দে
আমার বালকবেলার উত্তর যাত্রাবাড়ির কথা মনে পড়বেই,
যেখানে ঘুড়ি আর কাক একসাথে সারাদিন আকাশে উড়তো,
যেখানে একটিও লাল কৃষ্ণচূড়া দেখিনি কোনোদিন,
‌অথচ বুকে একটি লাল কৃষ্ণচূড়া পালছি বালকবেলার যাত্রাবাড়ি থেকে।
—————
র শি দ হা রু ন
০১/০১/২০২৩

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

নতুন বছরের শুভেচ্ছা জানবেন।

০২ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ।

০২ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০১ লা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৯

মিরোরডডল বলেছেন:
রশিদের কবিতা মানেই অতল গহীনে হারিয়ে যাওয়া।
অনুভূতির খেলা।

০২ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: নতুন গল্প লিখছেন না?

০২ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: নতুন গল্প লিখছি

৫| ১৪ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪

বীরশ্রী বলেছেন: এবিষয়ে আমি লিখছি।

১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৬| ১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:০০

বীরশ্রী বলেছেন: অনুগ্রহ করে দেখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.