নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

সাদা শার্ট আর লাল ওড়না

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৫

একটা লাল রঙের ওড়না হঠাৎ বাতাসের ঝাপটায়
দোতালার বারান্দা থেকে উড়তে উড়তে
রাস্তা দিয়ে হাঁটতে থাকা
সাদা রঙের শার্ট পরা এক কিশোরের বুকে আছড়ে পড়লো!
দূর থেকে দেখলে মনে হবে,
কিশোরটির বুক থেকে হঠাৎ করেই লাল রক্ত ঝরতে শুরু করেছে।


কিশোরটি চোখ তুলে দোতালার বারান্দায় তাকাতেই
এক উৎকন্ঠিত বালিকার চোখে চোখ আটকে গেলো,
সাথে সাথে কিশোরটির বুক থেকে ‌এক অদৃশ্য রক্ত ঝরে
লাল ওড়নাটা আরো লাল হয়ে গেলো।


সাদা শার্টে লাল ওড়নার আছড়ে পড়া
ব্যাপারটা আসলে তেমন কিছুই নয়,
একটি প্রেমের শুরু হতে পারে
নাও হতে পারে।
ভবিষ্যতে এই প্রেম সফল বা অসফল হবে কিনা,
তাতেও আমার কিছুই যায় আসে না?
আমার শুধু রক্তাক্ত সাদা শার্টটার জন্য মন খারাপ হলো!


কিশোরটির সাদা শার্টে লাল রঙের এই অদৃশ্য দাগ
একজীবনেও ধুয়েও যাবেনা।


আহারে,
গরীব কিশোরটি জীবনে শুধু একটিই সাদা শার্ট আছে।
—————-
র শি দ হা রু ন
০৬/০২/২০২৩

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.