নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

সুখ

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৩


মধ্যদুপুরে মগবাজার ফ্লাইওভার নিচে
এক বৃদ্ধা ফকির পিলারের গায়ে লাগানো বাংলা সিনেমার পোস্টার আনমনে দেখছিল,
আমার কাছে একবার দুপুরের খাবারের জন্য হাত পাতল,
আমি না শোনার ভান করে অ‌ন্যদিকে তাকিয়ে থাকলাম,
রিকশার জন্য দাঁড়িয়ে ছিলাম তার পাশেই।
একনজর পোস্টারের দিকে থাকলাম,
হাস্যমুখের নায়ক নায়িকা আর একটি সুন্দর বাড়ির ছবি,
সিনেমার নাম ‘সুখ’।
হঠাৎ হাসির শব্দে দেখি বৃদ্ধার দিকে তাকালাম,
বৃদ্ধা সিনেমার পোস্টারে থুথু ফেলছে আর হাসতে হাসতে বলছে
-শালার সুখ, সুখের মা মইরা গ্যাছে!’
বৃদ্ধা বারবার ‘সুখ’ পোস্টারে থুথু ফেলছে আর বিদ্রুপের হাসি হাসতে হাসতে একই কথা বলছে!
আশেপাশের সবাই সেই থুথুর ভয়ে দ্রুত সরে পড়ল।
আমিও একই ভয়ে দ্রুত এক রিকশায় উঠে বসলাম দামাদামি ছাড়াই।
তপ্ত দুপুরে আকাশের দিকে তাকিয়ে আমিও হঠাৎ হাসতে হাসতে থুথু ছুড়ে দিলাম বাতাসে
আর বলে উঠলাম,
'শালার সুখ, সুখের মা মইরা গ্যাছে!’
রিকশাওয়ালা ভয়ার্ত চোখে বারবার ঘাড়
ঘুরিয়ে আমাকে দেখছে
আর দ্রুত রিকশা টানছে
আর বলছে,
-শালার সুখ, সুখের মা মইরা গ্যাছে!’
———————
র শি দ হা রু ন
১৩/০২/২০২৩

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: কেউ খাবার চাইলে কখনও মানা করবেন না। পকেটে যা থাকবে দিয়ে দিবেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১১

শাওন আহমাদ বলেছেন: আসলেই সুখের মা মইরা গ্যাছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.