নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আমার মৃত্যুর চেয়েও কাছে

০৫ ই মার্চ, ২০২৩ দুপুর ২:১৩


মনোলীনা,
তুমি কখনো আমার মৃত্যুর চেয়েও কাছে আসতে পারলে না,
কালো মেঘের মতো কী এক জীবন পালছি আমি-
করুণ অদ্ভুত বিলাপে সেই মেঘের মাঝে অহরহ ডানা ঝাপটাতে ঝাপটাতে
কখন যে তোমার বুকের গৃহস্থবাড়িতে আছড়ে পড়েছি তুমি টেরও পাওনি,
অথচ শকুনের মেলা বসেছিল সেখানে দিন-রাত
তাদের বিদ্রুপের হাসিতে আমার বিলাপের শব্দ তুমি একবারও শুনতে পাওনি।

তখনও মরে যাইনি আমি,
আমার দুই চোখ তখন ঘোলাটে ভাবে তাকাচ্ছিল তোমার বুকের গৃহস্থবাড়িতে
তোমার বর্ণহীন আবেগ আমাকে জেদি করে তুলছিল-
বেঁচে থাকতেই হবে এবারের মতো তোমার বুকে।

মনোলীনা,
আমার অন্য কোথায় যাবার জায়গা ছিল না বলেই
তোমার বুকের ভাগাড়ে লাজ- লজ্জাহীন কাপুরুষের মতো আছড়ে পড়েছি,
তুমি চাইলেই শকুনের বিদ্রুপের গুন্ডামি থেকে আমাকে বাঁচাতে পারতে
তোমার বুকের গৃহস্থবাড়ির উঠোন থেকে তোমার শীতল বসার ঘরে বসতে দিলে
আমি অন্তত মেকি স্বস্তির নি:শ্বাস ফেলতে পারতাম।
আমি বুঝতে পারিনি এক কালো মেঘের জীবন থেকে আরেক আরো কষ্টের ,
ভয়ংকর বিদ্রুপের মহা অন্ধকারের আঙিনায় আছড়ে পরেছি।

মনোলীনা,
বেঁচে থাকার জন্য আমার এমন বুকফাটা আর্তনাদ
তুমি শুনেও না শোনার ভান করে তোমার শীতল ঘরের দরজার খিল এটে বসেছিলে এক জীবন,
আর আমি তোমার বুকের গৃহস্থবাড়িতে আছড়ে পড়ে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছি।

মনোলীনা,
তুমি কখনোই আমার মৃত্যুর চেয়েও কাছে আসতে পারলে না!
————
র শি দ হা রু ন
০৪/০৩/২০২৩

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২৩ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: মনোলিনাকে নিয়ে কবিতা গুলো সব সময় সুন্দর হয়।

০৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১:০৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.