নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

চিরদিন

০৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫৫


এখনো মাঝরাতে ঘুম থেকে ডেকে তুলে কেউ যদি বলে,
‘বন্ধু ওঠ, চল ঘুরে আসি।’
আমি বিরক্ত না হয়ে
চোখেমুখে পানি দিয়ে তৈরি হয়ে যাই - একটুও দেরি করি না,
একবার জানতেও চাই না,
চেহারার দিকে তাকিয়েও দেখিনা-
কে?
কোথায় যাবো?
বাস বা ট্রেন কোনটা ‌অপেক্ষায় আছে,
নাকি উড়োজাহাজ ‌অথবা জলজাহাজ?
একটা কালো চামড়ার ব্যাগে কাপড় , টুথব্রাশ,পেস্ট,সেভিং রেজর আর প্রেসারের ওষুধ নিয়ে মুহূর্তেই রওনা দেই তার সাথে।
কবে ফিরবো আবার এই বিছানায়
তাও ঠিকমত জানাও হয় না,
জানতেও চাই না!

দেওয়ালে টানানো একটা পারিবারিক সাদাকালো ছবি ঝুলতে থাকে আমার ফেরার অপেক্ষায়
বাথরুমের নষ্ট কলটা থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তেই থাকে,
বারান্দায় বহু বছরের পুরনো ছাতাটা অপেক্ষায় থাকে বৃষ্টিতে ভেজার জন্য-
এই সব অপেক্ষা আমাকে কখনোই আটকাতে পারে না।

আমার এই অভ্যাস থেকে বের হতে হবে বলে সবাই উপদেশ দেয়,
চিরদিন একই অভ্যাস কারো জন্যই নাকি ঠিক না,
আমাকে এখন বয়সের কথাও ভাবতে হবে!

চিরদিন কি?
ভাবতে গেলেই শুধু দাদির লাগানো কড়ই গাছটার কথা মনে পড়ে,
আমি যেন শুনতে পাই সেই গাছে বসা একটা উদাসী ঘুঘু পাখির ডাক।

চিরদিন কি?
যতদিন কেউ একজন মধ্যরাতেও ডেকে বলবে
‘বন্ধু ওঠ, চল ঘুরে আসি’
ততদিনই বেঁচে আছি,
ততোদিনই চিরদিন’।
—————
র শি দ হা রু ন
০৭/০৪/২০২৩

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
আপনি ভালো থাকবেন

২| ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৪৫

মিরোরডডল বলেছেন:




এরকম কবিতার ভাবনাগুলো কখন কি করে মাথায় আসে জানতে ইচ্ছে করে।
বলতে দ্বিধা নেই রশিদ আমার পছন্দের সেরা তালিকার একজন কবি।

১৩ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
আপনি ভালো থাকবেন

৩| ১১ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:০৪

আমি সাজিদ বলেছেন: আপনার কবিতা পড়লে আমার ভেতরটা যে কেমন করে উঠে যদি কোনদিন দেখাতে পারতাম !

১৩ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
আপনি ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.