নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

দূরত্ব-২

১১ ই মে, ২০২৩ দুপুর ২:৩০


পারিবারিক কবরস্থানটা আগের জায়গাতেই আছে
আর আমরা এখনও একই বাড়িতেই থাকি;
দাদাদাদি মারা যাবার পর প্রায়ই বাবার সাথে
হেঁটে হেঁটে যখন কবর জিয়ারতে যেতাম
তখন অনেক অনেক দূরে মনে হতো কবরস্থানটা।
অনেক সময় হাঁটতেও আলসেমি লাগত।


বাবা মারা যাবার পর
কবরস্থানের দূরত্ব যেনো অপ্রত্যাশিত ভাবে অনেকটা কমে গেলো,
এখন আগের চেয়ে অনেক কম সময় লাগছে!


মা মারা যাবার পর মায়ের কথা ভাবতে ভাবতেই
ঘর থেকে বের হলেই কবরস্থানে পৌছে যাই দ্রুত।
কবরস্থানটা যেন বন্ধুর মতো ধীরে ধীরে বাড়ির একেবারে কাছে চলে এসেছে!


ইদানিং পারিবারিক কবরস্থানে যাবার সময় যদি কখনো আয়নায় তাকাই
নিজের চেহারার পিছনেই কবরস্থানের গরম নিঃশ্বাস টের পাই আপনজনের মতো,
অথচ গজ-ফিতা দিয়ে মাপলে বাড়ি আর পারিবারিক কবরস্থানের দূরত্ব ঠিক আগের মতই হবে-
এক সুতোও এদিকওদিক হবে না,
তবুও দিন দিন কীভাবে যেন আমার বাড়ি আর পারিবারিক কবরস্থান এক হয়ে যাচ্ছে!
————————
র শি দ হা রু ন
১১/০৫/২০২৩

মন্তব্য ৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২৩ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: যেতে হবে সবাইকেই । মৃত্যুকে মনে রাখলে মনে হয়তো ভয়টা থাকবে না
আল্লাহ যেন আমাদের হিদায়েত দেন আর পাপ মাফ করে দেন

১৫ ই মে, ২০২৩ বিকাল ৪:৪৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই মে, ২০২৩ বিকাল ৩:২৪

শাওন আহমাদ বলেছেন: কি ভালো লিখেছেন ভাইয়া! শুভ কামনা আপনার জন্য।

১৫ ই মে, ২০২৩ বিকাল ৪:৪৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ১২ ই মে, ২০২৩ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

১৫ ই মে, ২০২৩ বিকাল ৪:৪৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.