নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

তুমি এখন নেটওয়ার্কের বাহিরে

১৬ ই মে, ২০২৩ রাত ৮:২৫


আমার জীবন উড়ছে মোবাইল ফোনে খুঁজতে থাকা এক সিগন্যালে
আমি তাকিয়ে আছি বিরহী ঘুঘুর মতো হাতে ধরা মোবাইলের পর্দায়।

চারিদিকে অন্ধকার করে সূর্য ডুবছে
বৃষ্টির জলে ভিজতে ভিজতে,
দুটি কাক বিদ্যুৎ এর তারে বসে আয়েশ করে বৃষ্টির জলে গোসল করছে;
রাস্তার কুকুর দুটো মন খারাপ করে সন্ধ্যার ভেজা আকাশের দিকে তাকিয়ে কি যেনো ভাবছে?
জানালার পাশে বসে মোবাইলের সাথে আমার শরীরও জলের ঝাপটায় ভিজছে
আর মোাবাইলে তোমাকে পাবার ব্যার্থ চেষ্টা করছি,
প্রতিবারই ফোনে নারী কন্ঠে জানিয়ে দিচ্ছে
তুমি এখন নেটওয়ার্কের বাহিরে আছো ।

আহারে আমার জীবন
তোমার নেটওয়ার্ক খুঁজছে সেই দুপুর থেকেই।
কাক দুটো এখনও ভিজছে খুশি মনে,
আর কুকুর দুটো বৃষ্টিতে মন খারাপ করে আকাশ দেখছেতো দেখছে।

আমি জানিনা
এভাবে অর্থহীন ভাবে জানালার পাশে বসে
কতোকাল তোমার নেটওয়ার্ক খুঁজবো আমি।

আহারে অপেক্ষার জীবন,
তোমার নেটওয়ার্ক ছাড়া আমার জীবনে এখন আর কিছুই নেই;
এই জলে ভেজা সন্ধ্যায়
তোমাকে ছাড়া আমার এখন আর অন্যকিছুই মনে পড়ছে না
এখন আর অন্যকিছুই মনে পড়ছে না।
———————
র শি দ হা রু ন
১৬/০৫/২০২৩

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২৩ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: বাহ দারুন কবিতা।

১৭ ই মে, ২০২৩ দুপুর ১২:৫৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ১৭ ই মে, ২০২৩ রাত ১২:১৪

জ্যাক স্মিথ বলেছেন: খুবই আবেগ ঘন কবিতা, তবে তাকে নেটওয়ার্কের বাইরেই থাকতে দিন।

১৭ ই মে, ২০২৩ দুপুর ১২:৫৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ১৭ ই মে, ২০২৩ সকাল ৯:৪৪

নূর আলম হিরণ বলেছেন: অপেক্ষা করা বেশ কঠিন বিষয়। এটা কি শুধুই কবিতা নাকি আপনার জন্য সত্য?

১৭ ই মে, ২০২৩ দুপুর ১২:৫৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ১৭ ই মে, ২০২৩ সকাল ১০:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা

১৭ ই মে, ২০২৩ দুপুর ১২:৫৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৫| ১৭ ই মে, ২০২৩ বিকাল ৫:১৫

মিরোরডডল বলেছেন:

নেটওয়ার্কের বাইরে থেকেও সে আছে পরানের গহীন ভিতরে।



১৮ ই মে, ২০২৩ বিকাল ৩:৫৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৬| ১৮ ই মে, ২০২৩ দুপুর ১:০১

অক্পটে বলেছেন: নেটওয়ার্কের বাইরেই থাকুক। এতে ভালবাসা বেঁচে থাকবে। এটা কাছে এলে কিছুদিন পর অথবা বহুদিন পর ভালোলাগা ম্লান হয়ে যায়। এটা দুজনের দ্বারাই ঘটতে পারে। সে অন্তর জুড়ে থাকুক সব দিন ও রাতে জীবন ভর।

১৮ ই মে, ২০২৩ বিকাল ৪:০০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.