নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

বেঁচে থাকা

২০ শে মে, ২০২৩ দুপুর ১২:৩৭


প্রতিটা মানুষ দীর্ঘদিন বেঁচে থাকার আশায় জীবনের কোনো একসময় ফিরে আসতে চায়
ফেলে যাওয়া কোনো কিছুর কাছে।

কেউ ফিরে আসতে চায়
সারাজীবন ধরে বুকে পালতে থাকা ফসলের মাঠটির কাছে,
সারা জীবন বুকে বয়ে চলা নদীর পারে একটু বিশ্রামের জন্য ফিরে আসতে চায় কেউ কেউ,
কেউবা হারিয়ে যাওয়া কুকুর বিড়াল অথবা একটি পায়রার জন্য,
একটা ছোট জানালায় বসে বৃষ্টির ঝাপটায় রাতের চাঁদ দেখার জন্য,
একটা সুতোকাটা ঘুড়ি ধরার আশায় কোনো বাড়ির ছাদে
একটা পুরনো মহল্লার অলিগলিতে দিনরাত ছুটে বেড়ায় না পাওয়া প্রিয় মানুষটার মুখটা দেখার জন্য,
কোন একটি ঘরের পুরনো পর্দা, গোলাপ ফুলতোলা একটি মলিন বিছানার চাদর
অথবা রঙ ওঠা একটা চেয়ারের জন্য কেউ কেউ ফিরে আসতে চায়।

এভাবে বাঁচতে বাঁচতে একসময় মানুষ বুকে টের পায় -
বেঁচে থাকা মানে সময় পার করা নয়;
তারচেয়ে বেশি কিছু -
শুধু না পাওয়া বা হারিয়ে যাওয়া কিছুর জন্য সমুদ্রসম হাহাকারে ডুবতে থাকা,
আর কবিরা বেঁচে থাকে
মানুষের সেইসব হাহাকারের শিকড়ে জল ঢেলে ঢেলে বাড়িয়ে দেবার জন্য।
———-
র শি দ হা রু ন
১৯/০৫/২০২৩

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২৩ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২০ শে মে, ২০২৩ বিকাল ৩:৩৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ২০ শে মে, ২০২৩ বিকাল ৪:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা ভালো হইছে।

২১ শে মে, ২০২৩ বিকাল ৩:৫১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ২০ শে মে, ২০২৩ বিকাল ৫:১৬

নস্টালজিয়া ইশক বলেছেন: ্চমতকার ।

২১ শে মে, ২০২৩ বিকাল ৩:৫১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ২১ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:০২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ

ভালো থাকুন।

২২ শে মে, ২০২৩ দুপুর ২:৩৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৫| ২২ শে মে, ২০২৩ রাত ১২:০২

আমি সাজিদ বলেছেন: গভীর। কবিরা হাহাকারের শিকড়ে বরং জল না ঢালুক। মলিন কিন্তু অমূল্য সেসব ফসলের মাঠ, নদী, পায়রা, ছোট জানালা, মহল্লার অলিগলি, পুরনো পর্দার কাছে ফিরে এসে মানুষ জীবনের প্রাপ্তিগুলোয় ডুবে থাকুক!

২২ শে মে, ২০২৩ দুপুর ২:৩৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৬| ২২ শে মে, ২০২৩ দুপুর ২:৪৫

মিরোরডডল বলেছেন:



বেঁচে থাকা মানে সময় পার করা নয়;
তারচেয়ে বেশি কিছু -
শুধু না পাওয়া বা হারিয়ে যাওয়া কিছুর জন্য সমুদ্রসম হাহাকারে ডুবতে থাকা,
আর কবিরা বেঁচে থাকে
মানুষের সেইসব হাহাকারের শিকড়ে জল ঢেলে ঢেলে বাড়িয়ে দেবার জন্য।


রশিদ, ইউ আর দ্যা বেস্ট!
সামুর বাইরের খবর জানিনা কিন্তু সামুতে সো ফার no one can beat you.

২৩ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৭| ১৭ ই আগস্ট, ২০২৩ রাত ১১:১২

পাজী-পোলা বলেছেন: মিররডল বলেছেন: "রশিদ, ইউ আর দ্যা বেস্ট!
সামুর বাইরের খবর জানিনা কিন্তু সামুতে সো ফার no one can beat you."


Absolutely right. সামুতে এই মানের লেখা পড়িনি আগে। আমরা কীসব লিখছি। সামুর ভালো সময়ের কথা জানি না। তখন হয়তো এমন লেখা অনেক ছিলো। কিন্তু এখন, এযেনো কয়লার খনিতে হীরকখণ্ড।

২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১:৫০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: সবাই ভালো‌ই লিখে , আমার লেখার ব্যাপারে আপনার মন্তব্য আপনার চরম উদারতা। ভালো থাকবেন একজীবন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.