নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

কে যেন আসবে বলেছিল

০২ রা জুন, ২০২৩ দুপুর ১২:৪৪

বৃষ্টির দিন সকাল সকাল দরজা জানালা খুলে বসে আছি
কে যেন আসবে বলেছিলো?

দরজায় একটা বিড়াল একবার মাত্র উঁকি দিয়েছিল,
এছাড়া কোনো মানুষের ছায়া এখনো পড়েনি দরজার ঠিক আশপাশে।
দখিনের জানালা দিয়ে ফেরিওয়ালাদের হাঁকডাক ভেসে আসছে,
উত্তরের জানালা দিয়ে তাকালেই বিরাট ধুধু মাঠ-
সেখানে একটা অপেক্ষা নিঃশব্দে বসে বৃষ্টির জলে ভিজছে,
সকালের নাস্তা আর এককাপ গরম দুধ-চা টেবিলে রাখা আছে।
কে যেন আসবে বলেছিল?

দূরের কোনো শহর থেকে বৃষ্টিভেজা কোনো একজনের শরীরের ঘ্রান
হঠাৎ হঠাৎ শীতল বাতাসের সাথে আমার নাকে তীব্র আঘাত করে,
তবুও শহরের এই নিঃসঙ্গ বাড়িটিতে একাকী আমি কার অপেক্ষায় বসে আছি!
কে যেন আসবে বলেছিল?

পুরো শহরের সবই ঠিকঠাক চলছে,
মানুষজন বৃষ্টির জল মাথায় নিয়েই কাজে বের হয়েছে,
টেবিলের চা ঠান্ডা হয়ে কাপে সর ভাসছে সারাদিন,
বৃষ্টির জল দরজা জানালা দিয়ে ঘর ভাসিয়ে নিচ্ছে,
তবুও আমি দরজা জানালা খোলা রেখেই তাকিয়ে আছি সারাদিন দরজা বরাবর
কেউ যেন এসে ফিরে না যায়;
দরজা খুলতে যেন আমার এতটুকু দেরি না হয়ে যায় ।
কে যেন আসবে বলেছিল?
তবুও সারাদিনই এলো না।
———-
র শি দ হা রু ন
০২/০৬/২০২৩

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২৩ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।

০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ২:০৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.