নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
যৌবনে আমার যে চোখ দুটোতে আগুন জ্বলতো
পড়তি বেলায় আজকাল আমার সেই চোখ দুটোতেই একটা ছলছল নদী পালছি।
সেই কবেকার জন্ম নেওয়া নদী
বুক থেকে চোখে আশ্রয় নিয়েছে
আর জীবনের পাওয়া না পাওয়ার সব হিসাব নিকাশের যোগফল সেই নদীর জলে ভাসছে।
নদীর পারে একটি রঙচটা ম্লান বোধহীন বাড়ি একাকী দাঁড়িয়ে আছে,
সেই বাড়ির দরজায় সারাদিন অপেক্ষায় বসে থাকে দুটি ছায়া,
দুজন মানুষের অপেক্ষায়।
অপেক্ষায় অপেক্ষায় মন খারাপ করে
যেদিন ছায়া দুটো কাঁদতে বসে,
সেদিন ছলছল নদীতে জোয়ার আসে।
মনে হয় এই জীবনের মানে শুধু
জলে ভাসা অভিমান আর অহং
যা বুকে আর চোখে নিয়ে আমারা দুজন নদীর দুকূলে দাঁড়িয়ে থাকবো বাকি জীবন
আর অপেক্ষায় থাকবো
সেই নদীর জলেই ডুবে মরার।
——————
র শি দ হা রু ন
০৩/০৬/২০২৩
০৬ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৫৬
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ০৬ ই জুলাই, ২০২৩ রাত ১:৩০
ইফতেখার ভূইয়া বলেছেন: ভীষণ ভালো লেগেছে আপনার কবিতা। আগামীতে আরো সুন্দর লিখবেন এই প্রত্যাশা থাকছে। ধন্যবাদ।
০৬ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৫৬
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ০৬ ই জুলাই, ২০২৩ সকাল ১১:০৫
বিজন রয় বলেছেন: এ নদী এমন নদী, এ নদী জীবন নদী।
ভাল কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম।
শুভকামনা।
০৬ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৭
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৪| ০৬ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৩৩
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
০৬ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০২৩ রাত ১:১৩
সামরিন হক বলেছেন: ভালো লাগলো কবিতাটি।
শুভেচ্ছা রইল।