নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
ভুলে যাচ্ছি
সব ভুলে যাচ্ছি-
কবে মানুষ ছিলাম ভুলে যাচ্ছি,
কথা বলা ভুলে যাচ্ছি,
সোজা হয়ে দাঁড়াতে ভুলে যাচ্ছি,
অন্ধ সেজে থাকতে থাকতে জীবন দেখা ভুলে যাচ্ছি,
আয়নায় নিজের চোখে চোখ রাখা ভুলে যাচ্ছি,
‘ভালো আছি’ চেহারার মুখোঁশের ভারে আকাশ দেখা ভুলে যাচ্ছি।
তবুও আশা নিয়ে ঘুম ভাঙে,
অলিগলির দেয়াল কথা বলে উঠবে একদিন।
একদিন কোন এক যৌবন শহর জুড়ে দেয়ালকে কথা বলা শিখিয়ে যাবে,
সেদিন আমিও আয়নায় তাকিয়ে চোখে চোখ রেখে বলবো,
আমি মানুষ
আমি মানুষ,
আমার একটা মানুষের জীবন চাই।
একদিন,
একদিন আমার ডান হাত তলোয়ারের মতো ধারালো হয়ে আকাশে উঠে যাবে
সেদিন,
সেদিন শহরের সমস্ত দেয়ালের সাথে
বুকের সমস্ত বাতাস ছেড়ে আমিও গর্জন করে উঠবো,
বিপ্লব
বিপ্লব
বিপ্লব।
———-
র শি দ হা রু ন
১৮/১০/২০২৩
মন্ট্রিয়াল, কানাডা
১৯ শে অক্টোবর, ২০২৩ ভোর ৬:২১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৫২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।