নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আত্মঘাতী বন্ধুটির শেষ চিরকুট

০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৫


আমার আত্মঘাতী বন্ধুটি তার শেষ চিরকুটে লিখেছিলো,
“নিজেকে আর টানতে ইচ্ছে করছে না
-প্রচন্ড আলসেমিতে পেয়েছে আমার,
তাই উড়াল দিলাম বাতাসে।”

দশতলা ছাদ থেকে বাতাসে উড়তে উড়তে
সে যখন সুতো কাঁটা ঘুড়ির মতো মাটিতে পড়লো,
কালো পিচ ঢালা রাস্তাটা
পাকা টমেটোর রঙে লাল সিঁদুর পরিয়ে দিলো সে মূহুর্তেই।

আমার বন্ধুটির জীবনে
কিসের আলসেমিতে পেয়েছিলো আমি জানিনা,
সে কখনোই বলেনি
আর আমরাও কেউ জানতেও চেষ্টা করিনি

আশ্চর্য মানুষের কখন এমন হয়
যে নিজেকেও টানতে হয়!
যার হয় সেই বোধহয় টের পায়,
জীবন ‌অনেক ভারী হয়ে যায় তার কাছে।

আমার মনের ভিতরে
এখন সারাদিন রাত্রি শুধু ভয় উড়ে বেড়ায়,
আমি আর আকাশের দিকে তাকাতে পারিনা তারপর থেকে।
আকাশে যে কোন কিছু ভাসতে দেখলেই মনে হয় আমার বন্ধুটি বাতাসে উড়ছে।
সে হঠাৎ করেই আমার শরীরের উপড়ে এসে পরবে,
মুহূর্তেই আমাকে পাকা টমেটোর মতো লাল রঙের সিঁদুর পরিয়ে দিবে।

আমি এ জীবনে আর কখনোই
-লাল টমেটো খাবোনা।
————————————
র শি দ হা রু ন
১৪/০৯/২০২০

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর । টমেটোর বদলে কেচআপ কিনতে হবে দেখছি

০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:১০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: তাও একই
ধন্যবাদ

২| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:১৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনবদ্য এক গদ্য কবিতা পড়লাম ।

একটি প্রস্থান সত্যিই হাজারটি পরিবর্তন এনে দেয় !!

০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:১১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:১২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৮

সোনাগাজী বলেছেন:


শীঘ্রই আপনাকে দেখতে চাহিনী তো?

০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: না তো

৫| ০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ

ভালো থাকুন। সুস্থ থাকুন।

০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৬| ০৬ ই নভেম্বর, ২০২৩ ভোর ৬:০০

মিরোরডডল বলেছেন:




এই পোষ্টটা স্পেশাল, কারণ এখানে কবি প্রতিমন্তব্যে ধন্যবাদের বাইরে আরও দুটো শব্দ লিখেছে :)


০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আপনি ভালো থাকবেন
ধন্যবাদ

৭| ০৬ ই নভেম্বর, ২০২৩ ভোর ৬:১৮

মিরোরডডল বলেছেন:




নিজেকে আর টানতে ইচ্ছে করছে না

এই কথাটা আমার প্রায়ই দুজনের কাছ থেকে শুনতে হতো।
একজন ইতিমধ্যে বাতাসে উড়ে চলে গেছে!
আরেকজনও যেতে চায়।

কি এক অজানা আতংক নিয়ে আমাকে থাকতে হয়!
তাদের ফেরাবার পথ আমার জানা নেই।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.