নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

উত্তরাধিকার

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:১২

বাংলাবাজারের পুরোনো বইয়ের দোকান থেকে কেনা
সমরেশ মজুমদারের ‘উত্তরাধিকার’ বইয়ের সাইত্রিশ নাম্বার পৃষ্ঠায়
ছাপানো কালো অক্ষরের উপর লালকালিতে গোটা গোটা করে হাতে লেখা ছিল-
"আজকাল কার অভিশাপে তোমাকে লেখা আমার চিঠিগুলো আত্মহত্যা করে?

দশ বছর পর বুঝতে পেরেছি
বন্ধ ড্রয়ারে অবহেলায় ফেলে রেখে
চিঠিগুলোকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো!
যদি তুমি চিঠির উত্তর দিতে হয়তো চিঠিগুলো বেঁচে যেত।

এখনো সাদা কাগজে কালো কালিতে প্রচুর লিখতে হয়;
সেখানে শুধু সাদাকালো জীবনের হিসাব নিকাশ লিখি
চিঠি আর লিখা হয়নি কখনো।
তোমাকে লেখা আমার সবকয়টা চিঠির কসম খেয়ে বলছি,
আমি কখনোই মৃত চিঠির কবর জিয়ারতে তোমার দরজায় দাঁড়াবো না,
আমাকে কথা দাও
তোমাকে একটু আদর যত্নে রাখবে-
যে ভাবে আমি রাখতে চেয়েছিলাম দশ বছর আগে।"

এই লাল কালির লেখকের কথা ভেবে আমার মন তীব্র খারাপ হয়ে গেল,
মানুষটি নারী না পুরুষ ভাবতে লাগলাম,
তারপর লাল কালিতে সেই লেখার নিচে লিখলাম,
"আপনিও নিজের যত্ন নিবেন,
ভালো থাকবেন"
————-
র শি দ হা রু ন
০৮/১১/২০২৩

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:০৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৮

Muksedul rehman বলেছেন: বইয়ে কি ওটা লিখা ছিলো?

০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: কবি জান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.