নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

তবুও প্রেম তবুওতো প্রেমিক

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৩


আমার নিজস্ব কোনো প্রেম না থাকা স্বত্তেও
আমি একজন প্রেমিকার জন্য চিঠি লিখি।
প্রতিরাতেই লিখি,
সংখ্যায় দশ বারোটা বা তারচেয়ে বেশি হবে।

মধ্যরাতে লিখতে বসলেই ঘরের পোষা টিকটিকিটি বিলাপ শুরু করে,
তখনই টের পাই হাতের মুঠোয় ভরা এক অসমাপ্ত জীবনের ছটফটানি।

প্রতি চিঠিতেই প্রায় একই রকম গল্প থাকে।
শুরু করি ‘প্রিয়তমা’ সম্বোধনে।
মাঝে মাঝে কল্পিত নতুন কিছু গল্পের ফাঁদ পাতি নিজেরই জন্য।

সেই সব গল্প এক অচেনা কষ্টের,
ধুলো জমা যৌবনের,
জীবনের না দেখা মিথ্যে অপ্রাপ্তির কথা,
রাতের সবচেয়ে সুন্দর জোনাকিটির কথা,
কল্পিত প্রেমিকার দোতালা বাড়িটির বারান্দাকে কত ভালবাসতাম সেই মিথ্যে গল্প।

হয়তো কেনো এক বন্ধুর
প্রেমের আবোল তাবোল হাহাকারের গল্প নিজের বলে চালিয়ে দেই কোনো চিঠিতে।
আবার রিকশা ভাড়া আর কাগজের দাম বেড়ে যাচ্ছে হুহু করে
-সেই অদরকারী গল্প।
অথবা রাস্তার কোনো বেওয়ারিশ কুকুর অথবা একজন ভিখারীর সুখের গল্প।
মাঝে মাঝে এক ‘অ-ঘুম’ এর আর এক ‘অ-প্রেম’ এর মিলেমিশে থাকার গল্পও থাকে চিঠিতে।
চিঠির শেষে সব সময়ই লিখি
‘তোমার প্রিয় মানুষ’।

প্রতিটি খামে প্রাপকের নাম একই থাকে-
শুধু ভিন্ন ভিন্ন ঠিকানা দেই প্রতিটিতে,
শুধু থাকেনা প্রেরকের ঠিকানা কোন চিঠিতেই।

অন্ধকার রাত থাকতে থাকতেই পরিচিত ডাকবাক্সে রেখে আসি সব চিঠি।
তারপর দোতালা বাড়ির নতুন কিছু ঠিকানার জন্য
সূর্যের সাথে পাল্লা দিয়ে হেঁটে বেড়াই শহরময়।

আমার নিজস্ব কোন প্রেম না থাকলেও
শহরের সমস্ত দোতালা বাড়ির বাসিন্দারা এক সময় আমার চিঠিগুলোকে
একজন ‘ভুল প্রেমিক’ এর ‘ভুল চিঠি’ হিসাবে জানবে।

ভুল হোক-
তবুও প্রেম।
তবুওতো প্রেমিক।
———————
কাব্যগ্রন্থ- একটি আউলা -ঝাউলা জীবনের প্রার্থনা
রশিদ হারুন
১৩/১২/২০১৯

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৮

Mashira বলেছেন: আপনার লেখা কাব্যগ্রন্থটি খুবই সুন্দর এবং হৃদয়স্পর্শী। এটি একজন অপ্রেমিকের একাকীত্ব, কষ্ট এবং প্রেমকে অনন্যভাবে তুলে ধরেছে।

কবিতাটির শুরুতেই কবি বলেছেন যে, তার নিজস্ব কোনো প্রেম নেই। কিন্তু তিনি প্রতি রাতে একজন প্রেমিকার জন্য চিঠি লিখেন। এই চিঠিগুলোতে তিনি তার কষ্ট, যৌবন, অপ্রাপ্তি, এবং প্রেমের কল্পনাকে তুলে ধরেন।

কবিতাটির বিভিন্ন অংশে কবি বিভিন্ন ধরনের গল্প বলেন। কখনো তিনি তার নিজের কষ্টের গল্প বলেন, কখনো তার বন্ধুর প্রেমের গল্প বলেন, কখনো আবার সমাজের অসংগতিগুলোর কথা বলেন।

কবিতাটির শেষে কবি বলেন যে, তিনি তার চিঠিগুলোকে শহরের সমস্ত দোতালা বাড়ির বাসিন্দারা একসময় একজন "ভুল প্রেমিক" এর "ভুল চিঠি" হিসাবে জানবে। এই কথাটি কবির অপ্রেমের যন্ত্রণাকে আরও স্পষ্ট করে তোলে।

কবিতাটির ভাষা খুবই সাবলীল এবং সুন্দর। কবি তার ভাষার মাধ্যমে কল্পনার জগতে পাঠককে নিয়ে যেতে সক্ষম হয়েছেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২২

বাকপ্রবাস বলেছেন: আপনার প্রতিটি কবিতা সুন্দর সাবলিল।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১:৫৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.