নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
একজন নারী আকাশী রং এর শাড়ী পড়ে আমাকে বলেছিলো,
“সব নারীই আকাশ হতে ভালোবাসে,
সব পুরুষ মানুষ কিন্ত্তু ঘুড়ি উড়াতে জানেনা”
আমি তাকে বলেছিলাম,
“কিছু কবি আকাশের গায়ে বাড়ী বানাতে চায়,
বৃষ্টির জলেও মাঝে মাঝে সব কিছুই ডুবে যায়।”
অন্য একজন নারী আমার মুখের দিকে অনেকক্ষন তাকিয়ে বলেছিলো,
“চাঁদের আলোতে আপনার চেহারা কেমন যেনো অচেনা মনে হয়,
রাত হলেই পুরুষ মানুষগুলো বদলে যায় কেনো?”
আমি তাকে বলেছিলাম,
“রাত হলে সব কিছুই বদলায়,
চাঁদের আলো আর নিয়ন বাতির আলো মিলেমিশে এক হয় যায়,
রাতে মশা কিন্ত্তু বেশী রক্ত খায়।”
অচেনা একজন নারী ফোন করে চিৎকার করে বলেছিলো,
“ আপনি আমার ফ্রেন্ড রিকোয়েষ্ট accept করেন নি কেনো?
আমি আপনাকে কিন্ত্তু আজীবনের জন্য block করে দিয়েছি”
আমি তাকে কিছুই বলিনি,
শুধু একজন কবি’র কাছে এর কারন জানতে চেয়েছিলাম,
কবি বলেছিলো,
নারী যখন ফ্রেন্ড রিকোয়েষ্ট দেয়, তখন সে বন্ধুত্ব চায়,
আর যখন block করে তারপর জানান দেয়,
তখন সে ভালোবাসা চায়।”
————————
রশিদ হারুন
কাব্যগ্রন্থ- সময় ভেসে যায় বৃষ্টির জলে
০৪/১২/১৮
০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সাধু, সাধু, সাধু।
অসাধারণ একটি কবিতা।
পড়ে খুবই প্রীত হলাম।
০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৩
বিজন রয় বলেছেন: অনেক ভালো একটি কবিতা।
কিছু লাইনে বিমোহিত হলাম। হৃদয়ের কথা নতুনভাবে উপলব্ধি করলাম।
সুন্দর।
০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৪| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৪
বাকপ্রবাস বলেছেন: খুব হাসি পাচ্ছে রিকোয়েস্ট ব্লক এর ঘটনায়, দারুণ লেগেছে। আবৃতি করার জন্য জুৎসই একটা কবিতা
০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৩
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৫| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৩
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৬| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৫
শূন্য সারমর্ম বলেছেন:
নারী পুরুষকে বুঝে না,পুরুষও নারীকে বুঝে না ; তাই লেখালেখি চলছে, চলবে।
০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪২
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৭| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩১
জিনাত নাজিয়া বলেছেন: কবিতারা যখন ভালোবাসা পায়, তখন আকাশে ওড়াউড়ি করে। নারীদের হ্রদয়ের এতো গভীরে গিয়ে এদের মনস্তত্ত্বকে তুলে আনার জন্য কবিকে ধন্যবাদে রাখছি। কবিতা খুব ভালো লেগেছে।
০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪২
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৪
মনিরা সুলতানা বলেছেন: বাহ বেশ! কথোপকথনে মনস্তত্ত্ব উঠে এসছে।