নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

সিগারেটের আগুনের শপথ

০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৫


মহল্লার পরিচিত চায়ের দোকানটায় ঠায় দাঁড়িয়ে
মনোলীনাদের তিনতলার বারান্দায়
তাকিয়ে থাকতে থাকতে
পাঁচকাপ চা আর পাঁচটা সিগারেটের শেষটা ফুঁকতে ফুঁকতে
কয়েকদিনের না কামানো দাড়িতে বা'হাতে হাতড়াতে হাতড়াতে ভাবছিলাম
ভালো কিছু স্যূট -টাই লাগবে
সাথে লোফার আর পামশ্যূ জাতীয় জুতো,
একটা প্রাইভেট কার হলে ভালো,
ড্রাইভিংটা শিখে নিতে হবে।
রাস্তায় দাঁড়িয়ে এভাবে কোনো ভদ্রলোক চা খায়!
কফি হাউজে বসে হালকা চুমুকে কফি খেতে হবে,
ঘামের গন্ধের জন্য ভালো কিছু পারফিউম কিনতে হবে,
প্রতিদিন শ্যাম্পু দিয়ে গোসলের পরে সেভ করে
আফটার সেভ লোশন মাখতে হবে মুখে।

পাঁচ নাম্বার সিগারেটটায় শেষ টান দিয়ে পায়ের স্যান্ডেলের নিচে পিষতে পিষতে নিজের উপর বিরক্ত হয়ে টের পেলাম
মনোলীনার প্রেমে পড়ে জীবনটাকে সিগারেটের মতো আগুন জ্বেলে ফুঁকছি,
আর ঘোরগ্রস্ত আমি ভদ্রলোকের মতো ভাবছি।

আর তখনই ছয় নাম্বার সিগারেটে আগুন ধরিয়ে মনোলীনার বাড়ির খালি বারান্দার দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে সিগারেটের আগুনের শপথ নিয়ে
মনে মনে বললাম,
মনোলীনার প্রেম পাই আর না পাই
আমি আর কখনোই অসহ্য ভদ্রলোক হবার কথা ভাববো না।
———————
র শি দ হা রু ন
০৭/১১/২০২২

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২২

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার দাদা...
নতুন বছরের শুভেচ্ছা...

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:০৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা

২| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৫

বিজন রয় বলেছেন: অসহ্য ভদ্রলোক হয়ো খুব কঠিন।
আর হতেই বা কে চায়।

ভালোলাগ জানিয়ে গেলাম আপনার বছরের প্রথম কবিতা পোস্টে।

..................ধন্যবাদ।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:০৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা

৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


খুবই সুন্দর।
সাধু সাধু সাধু....

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:০৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা

৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:০৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা

৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১১

নীলসাধু বলেছেন: ভালো।
অসহ্য ভদ্রলোকে না হইলেই ভালো।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:০৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা

৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। নববর্ষের শুভেচ্ছা

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:০৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা

৭| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দৃশ্যপটগুলো চোখের সামনে ভাসল। মুগ্ধতা ছুঁয়ে গেল কবিতা।

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা

৮| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৮:১২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: সব ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.