নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
যে মানুষটি,
ভর দুপুরে তপ্ত সূর্যের দিকে তাকিয়ে আগুনে চোখ পোড়ায়,
- সেটি আমি।
যে মানুষটি,
প্রচন্ড বৃষ্টিতে ইচ্ছে করে ভুলে ছাতা ছাড়া বের হয়ে আনন্দে জলে ঝরে ঝরে পড়ে,
- সেটি আমি।
যে মানুষটি,
বোকা বিকেলে নিজের দীর্ঘ ছায়ার পিছনে অযথাই ছুটে ঘাম ঝরায়,
- সেটি আমি।
যে মানুষটি,
বিরহী জোছনায় চাঁদের হাহাকারে কাঁদতে বসে চিৎকার করে,
- সেটিও আমি।
এক জীবনের আস্ত ব্যর্থ একটা মানুষ আমি তোমাকে আর কি দিবো?
আমার বুকের ভিতরে
সময় -অসময়ে
দাবড়ানো কিছু অক্ষম অনুচ্চারিত অক্ষর ছাড়া!!
এই এক ব্যর্থ জীবনে আমিতো আর কিছুই জমাইনি।
যদি আমার বুক খুলে দেখো,
তাহলে পাবে-
আমার
অক্ষম
অনুচ্চারিত
কিছু
কিছু
অক্ষরে
শুধু লাল রক্ত ছাড়া আর কিছুই নেই।
—————————————
রশিদ হারুন
১৩/০২/২০২০
২| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:৪৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ঠিক বলেছেন
৩| ১০ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:১৯
আহমেদ জী এস বলেছেন: জিএম হারুন -অর -রশিদ ,
কবিতার অন্তর্নিহিত অর্থটি মনে হয় প্রায় সবার জন্যেই প্রযোজ্য!
১০ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৩
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ঠিক
৪| ১০ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৪
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার কবিতা...
শুভ সকাল দাদা...
১১ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:৪৭
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: শুভ সকাল
৫| ১০ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২১
বিজন রয় বলেছেন: কবিতার মানুষটি আমি কিনা ভাবছি।
অনেকের মনের কথা।
১১ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:৪৮
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: শুভ সকাল
৬| ১০ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১১ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:৪৮
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: শুভ সকাল
৭| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৩০
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দিনশেষে মনে হয়, এই মানুষটিও আমি।
১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৪৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আপনি ঠিকই ধরেছেন
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৪৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এক জীবনে আর কতো সয়া যায়!