নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
ঢাকা শহরের অলিতে গলিতে
ল্যাম্পপোস্টের গায়ে ঝুলে থাকা
মাকড়সার জালের মতো সারি সারি
তারের নিচ দিয়ে অজস্র
মানুষের ভীড়ে বিপন্ন
ভাবে হেটে যাওয়া
একজন মানুষ
আকাশের
দিকে তাকিয়ে
দেখলো অসংখ্য কাক
বসে বসে মানুষ দেখছে।
শুধু একটি কাক এক দৃষ্টিতে
মাটিতে তাকিয়ে তাকেই দেখছে!!
কাক’টির চোখে চোখ পড়তেই তার বুক কেঁপে উঠলো।
তারপর মানুষটি মাটির দিকে তাকিয়ে দেখলো-
তার বামন ছায়াও তাকে ব্যাক্তিগত দৃষ্টিপাতে বুঝে নিলো সেই সময়েই।
তারপর একই সাথে মানুষ, কাক আর ছায়াটি অনেকদিনের জমানো একটি দীর্ঘশ্বাস ছেড়ে তাদের ব্যাক্তিগত কষ্টের কথা বলে উঠলো মনে মনে,
“ভীড়ের মাঝেও আমরা সবাই একা,
একেবারে একা,
হোক সে
একজন মানুষ ,
একটি কাক
অথবা ছায়া”।
——————
রশিদ হারুন
০৪/০২/২০২০
১৫ ই মে, ২০২৪ ভোর ৫:১৬
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ১৪ ই মে, ২০২৪ দুপুর ১২:২৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাহ্ সুন্দর একটি কবিতা লিখেছেন।
১৫ ই মে, ২০২৪ ভোর ৫:১৬
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০২৪ সকাল ১১:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা