নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

কাছের মানুষ

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:১৮

সংসার জীবন থেকে সন্যাস নিয়ে যেদিন ঘর থেকে বের হয়ে যাচ্ছিলাম
সেদিনই কিছু কাছের মানুষ ঘরে এসে হাজির।
সবার কাছ থেকে বিদায় নিয়ে ঘরের দরজা পার হওয়ার আগেই দেখলাম-
সবাই আমার জিনিসপত্র নিজেদের মধ্যে ভাগযোগ করা শরু করেছে!
শার্ট, প্যান্ট, জুতো সানগ্লাস, ঘড়ি
এমনকি পারফিউম
বিছানা,বালিশ, হাঁড়ি পাতিলও বাদ গেলো না
আলমারির ভিতর লুকানো যা ছিলো তাও কারো না কারো হাতে,
কয়েকজনকে সম্পত্তির দলিল নিয়ে টানাটানি করতে দেখলাম,
একজনকে দেখলাম ঘরের ইট ভাঙার জন্য হাতুড়ি ও নিয়ে এসেছে।
কাফনে মোড়ানো তীব্র কষ্টে
বুক ভরা হাহাকার নিয়ে আমি দেখলাম-
দেওয়ালে ঝুলানো আমার একটা ছবিও কেউ নিলো না
আর ছুঁয়েও দেখলো না
টেবিলে পড়ে থাকা আমার কবিতার খাতাটিতে।
——————
রশিদ হারুন
মন্ট্রিয়াল, কানাডা
১২/০৯/২০২৪

মন্তব্য ৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৩৯

আজব লিংকন বলেছেন: ছোট কিন্তু অনেক গভীর অনুভূতির প্রকাশ। কবিতার খাতা আর ছবি মূল্যহীন অনুভূতিটা আমার বেশ ভাল লেগেছে। আপনার জন্য শুভকামনা।।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:৩৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০২

শাওন আহমাদ বলেছেন: সংসার জীবন থেকে সন্যাস নিয়ে যেদিন ঘর থেকে বের হয়ে যাচ্ছিলাম সেদিনই কিছু কাছের মানুষ ঘরে এসে হাজির।

এই একটিমাত্র লাইন, হাজার লাইন কথা বলে দিচ্ছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালো থাকবেন
ভালোবাসা নিবেন

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

মিরোরডডল বলেছেন:





আর ছুঁয়েও দেখলো না।
টেবিলে পড়ে থাকা আমার কবিতার খাতাটিতে।


আমি হলে সেই কবিতার খাতাটাই তুলে নিতাম।
বাকি জীবন যত্ন করে কাছে রাখতাম।

আমার বেড-সাইড টেবিলে রশিদের একাধিক কবিতার বই।
তার মাঝে ভালো থেকো মনোলীনা সবচেয়ে পছন্দের।

সামু থেকে কি পেয়েছি জানিনা, but I'm glad I met a poet like you.

মনোলীনা,
একজনও আমাকে ডেকে একবারও জানতে চায়না
বাসের জানালা দিয়ে
আমি কেন শুধু আকাশ দেখি?

মানুষ তো জানে না একই সময়ে
তুমিও তোমার আকাশ দেখছো আমার মতো


ভালো থাকবে রশিদ।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: বুকের গভীর থেকে ভালোবাসা, কৃতজ্ঞতা আর শুভকামনা রইলো

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই দুনীয়া থাকার যায়গা না। এখান থেকে সবাইকে প্রস্তান করতে হবে। যারা আজ ব্যাস্ত তাদেরও।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৫| ১৬ ই জুলাই, ২০২৫ দুপুর ২:৫৩

Otis বলেছেন: You’ll think you’re clever for avoiding a pit, only to get squashed by a wall. You’ll memorize the https://leveldevil-notatrollgame.org/ only for it to shift when you least expect it. A masterclass in surprise-based platforming.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.