নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

অপরিচিত মানুষ

১৪ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৫৬


আয়নার পাশে নিজেকে দাঁড় করিয়ে রেখেছি
অনেক্ষণ ধরে।
চেহারায় হাসি হাসি ভাব ধরে আয়নার মানুষটা আমার দিকে তাকিয়ে,
একেবারেই অপরিচিত মনে হলো মানুষটাকে,
কখনো দেখেছি বলে মনে হলো না।

আয়নার মানুষটাকে চিনতে না পারায়
উনার প্রচন্ড আত্মসম্মানে লাগলো মনে হলো,
চেহারায় অভিমানের ভাব ধরে
চোখ মুখ করুন করার বৃথা চেষ্টা করে
আয়নার মানুষটা তাকিয়ে থাকলো আমার দিকে মায়া নিয়ে
তবুও অপরিচিত মনে হলো মানুষটাকে।

পরিচিত মানুষের সাথে কি আচরন করতে হয়
তিনি হাসতে হাসতে সেই উপদেশ দিলেন আমাকে,
আমি যেনো পরিচিত মানুষের মতো আচরন করি।
দুটো কষ্টের কথাও বললেন
তাকে চিনতে না পারার জন্য।

এবার আশেপাশের সবাইকে শুনিয়ে শুনিয়ে বললেন,
আমি যেনো লজ্জিত হয়ে ক্ষমা চাই উনাকে চিনতে না পারার জন্য।

দীর্ঘক্ষণ আয়নার মানুষটার চোখে চোখ রেখে তাকিয়ে থাকতে থাকতে
আমার দুই ঠোঁটের কোনে একটা নির্লিপ্ত হাসি ভেসে উঠলো ।

আয়নার মানুষটাও হতাশ হয়ে একসময় টের পেলেন,
তিনিও একজন অপরিচিত মানুষের দিকেই তাকিয়ে আছেন দীর্ঘক্ষণ ধরে,
তিনিও লজ্জিত হলো আমাকে চিনতে না পারার জন্য,
এমন কি দুঃখ প্রকাশ করলো আমাকে বিব্রত করার জন্য।

আমিও লজ্জা পেয়ে বললাম,
‘ sorry,আপানাকে কখনো দেখেছি বলে মনে করতে পারছি,
বুকে কষ্ট নিবেন না।’

এই পড়তি বেলায়
এখন প্রতিদিনই জোর করে আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়ে রাখি,
-যদি কোনদিন আয়নার মানুষটাকে পরিচিত মনে হয়।
—————-
১৩/১১/২০২৪
রশিদ হারুন
ক্যালগেরি, কানাডা

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম এমন করেই জীবন ফুরিয়ে যায়

সুন্দর কবিতা

১৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫২

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা

১৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.