নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
সকালবেলায় পত্রিকা পড়তে বসলেই আমার মনে অসুখ শুরু হয়।
তখন এককাপ গরম চায়ের সাথেই অসুখ আমার মনে ঢুকে যায় তালগাছের মতো লম্বা হয়ে।
তারপর সারাদিনই আমি অসুখী থাকি।
আমাকে অসুখী দেখলেই আমার নিরক্ষর বৃদ্ধা মা গোঙিয়ে কাঁদতে কাঁদতে বিরক্তিকর শব্দে বলেন
“ও বাজান,
প্রত্যেক দিন সক্কাল সক্কাল এই কাগজের নষ্ট খবর ক্যান যে পড়স!”
ঈশ্বর,
আপনি সুখেই আছেন
-আপনাকে সকাল সকাল পত্রিকার খবর পড়তে হয়না।
———————————
রশিদ হারুন
০২/০৭/২০২০
২| ২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ হয়েছে।
৩| ২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪২
বাকপ্রবাস বলেছেন: ইশ্বর খেলা দেখছেন তায় পড়তে হয়না। কবিতা বরাবরের মতোই সুন্দর
৪| ২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪২
অগ্নিবেশ বলেছেন: সূরা ফাতির, আয়াত ৮
যাকে তার মন্দ কর্ম শোভনীয় ক’রে দেখানো হয়, অতঃপর সে সেটাকে উত্তম মনে করে
(সে কি তার সমান, যে সৎ পথে পরিচালিত?) আল্লাহ যাকে ইচ্ছে বিপথগামী করেন, আর যাকে
ইচ্ছে সঠিক পথে পরিচালিত করেন। কাজেই তাদের জন্য আক্ষেপ ক’রে, তুমি তোমার জীবনকে
ধ্বংস হতে দিও না। তারা যা করে আল্লাহ তা খুব ভালভাবেই জানেন।
— Taisirul Quran
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
পাবলিশারঃ আল্লামা আলবানী একাডেমী
অধ্যায়ঃ ৩৫/ সুন্নাহ
৪৭০৩। মুসলিম ইবনু ইয়াসার আল-জুহানী (রহঃ) সূত্রে বর্ণিত। একদা উমার ইবনুল খাত্তাব (রাঃ)-কে এ আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলোঃ ‘‘যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন…’’ (সূরা আল-আ‘রাফঃ ১৭২)।বর্ণনাকারী বলেন, আল-কা‘নবী এ আয়াত পড়েছিলেন। উমার (রাঃ) বলেন, আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মহান আল্লাহ আদম (আঃ)-কে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তাঁর পিঠ বুলিয়ে তা থেকে তাঁর একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে।অতঃপর আবার তাঁর পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। একথা শুনে এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল! তাহলে আমলের কি মূল্য রইলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন।
শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়। আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান।(1)
সহীহ, পিঠ বুলানো কথাটি বাদে।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
এই আল্লাই হল মাস্টার মাইন্ড, সেই এসব করায়, তার আবার খবরের কাগজ কেন পড়তে হবে? সে এসব করে মজা পায়।
৫| ২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:০৩
মেহবুবা বলেছেন: আসলেই পয়সা দিয়ে পত্রিকা কিনে পড়তে গিয়ে সাবধানতা অবলম্বন করি, এডিট করে পড়ি। মনটা খারাপ হয় বলে। পত্রিকা পাতার খবর না হয় এডিট করে নেই, কিন্তু বাস্তবে এসব ঘটছে এবং মানুষের কষ্ট কি ভীষণ!
তবে আপনার শেষ কথাটার সাথে দ্বিমত পোষণ করছি। আল্লাহর কাছে বিন্দুমাত্র কিছু লুকোবার নেই, উনি সব দেখছেন! সব কিছুর বিচার করবেন।
৬| ২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৭
নান্দাইলের ইউনুছ বলেছেন:
ইশ্বর
বুইড়া
হৈয়া
গেছে
গা“
৭| ২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৮
নান্দাইলের ইউনুছ বলেছেন:
এই ধরনের অকর্মা ঈশ্বর আমাদের দরকার নাই।
৮| ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৪
মিরোরডডল বলেছেন:
রশিদের লেখা মানেই মুগ্ধতা!
৯| ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৫
রাজীব নুর বলেছেন: ঈশ্বর ভালো নেই। ঈশ্বর বেকায়দায় পড়ে গেছে।
কবিতা সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৯
সৈয়দ কুতুব বলেছেন: খুব সুন্দর ভাবে নিজের মনের কষ্ট ব্যক্ত করেছেন।