নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই এম নোবডি

শকুন দৃিষ্ট

কিছুই বলার নাই

শকুন দৃিষ্ট › বিস্তারিত পোস্টঃ

এই মৃত্যু উপত্যকা আমার দেশ না

০৬ ই মার্চ, ২০২১ রাত ১১:৪৩

এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না
এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না
এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না
আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব
বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা কাশ বিকেল ও ভাসান

সমস্ত শরীর ঘিরে জোনাকি না পাহাড়ে পাহাড়ে জুম
অগণিত হৃদয় শস্য, রূপকথা ফুল নারী নদী
প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো
ডেকে নেব টলমলে হাওয়া রৌদ্রের ছায়ায় মাছের চোখের মত দীঘি
ভালোবাসা-যার থেকে আলোকবর্ষ দুরে জন্মাবধি অচ্ছুৎ হয়ে আছি-
তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের উৎসবের দিন।


কবিতা এখনই লেখার সময়
ইস্তেহারে দেয়ালে স্টেনসিলে
নিজের রক্ত অশ্রু হাড় দিয়ে কোলাজ পদ্ধতিতে
এখনই কবিতা লেখা যায়
তীব্রতম যন্ত্রনায় ছিন্নভিন্ন মুখে
সন্ত্রাসের মুখোমুখি-ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয়
স্থির দৃষ্টি রেখে
এখনই কবিতা ছুঁড়ে দেওয়া যায়
পয়েন্ট ৩৮ ও আরো যা যা আছে হত্যাকারীর কাছে
সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায়

হাজার ওয়াট আলো চোখে ফেলে রাত্রিদিন ইনটারোগেশন
মানি না
নখের মধ্যে সূঁচ বরফের চাঙড়ে শুইয়ে রাখা
মানি না
পা বেঁধে ঝুলিয়ে রাখা যতক্ষণ রক্ত ঝরে নাক দিয়ে
মানি না
ঠোঁটের ওপরে বুট জ্বলন্ত শলাকায় সারা গায় ক্ষত
মানি না
ধারালো চাবুক দিয়ে খন্ড খন্ড রক্তাক্ত পিঠে সহসা অ্যালকোহল
মানি না
নগ্নদেহে ইলেকট্রিক শক কুৎসিৎ বিকৃত যৌন অত্যাচার
মানি না
পিটিয়ে পিটিয়ে হত্যা খুলির সঙ্গে রিভলবার ঠেঁকিয়ে গুলি
মানি না

লক-আপের পাথর হিম কক্ষে
ময়না তদন্তের হ্যাজাক আলোক কাঁপিয়ে দিয়ে
হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে
মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে
শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে
সামরিক-অসামরিক কর্তৃপক্ষের বুকে
কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক

কবিতা কোন বাধাকে স্বীকার করে না
কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভীক।
চেয়ে দেখো মায়কোভস্কি হিকমেত নেরুদা আরাগঁ এলুয়ার
তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দিইনি
বরং সারাটা দেশ জুড়ে নতুন একটা মহাকাব্য লেখবার চেষ্টা চলছে
গেরিলা ছন্দে রচিত হতে চলেছে সকল অলংকার।
গর্জে উঠুক দল মাদল
প্রবাল দ্বীপের মত আদিবাসী গ্রাম
রক্তে লাল নীলক্ষেত

যে পিতা সন্তানের লাশ সনাক্ত করতে ভয় পায়
আমি তাকে ঘৃণা করি-
যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে
আমি তাকে ঘৃণা করি-
যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরাণী
প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না
আমি তাকে ঘৃণা করি-
আটজন মৃতদেহ
চেতনার পথ জুড়ে শুয়ে আছে
আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি
আট জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে
আমি চীৎকার করে উঠি
আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময়
আমি উন্মাদ হয়ে যাব
আত্মহ্ত্যা করব
যা ইচ্ছা চায় তাই করব।

না ভয় করে না
ভয়ের ফ্যাকাশে মুখ কেমন অচেনা লাগে
যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া কিছু নয়।
আমাকে হ্ত্যা করলে
বাংলার সব কটি মাটির প্রদীপে শিখা হয়ে ছড়িয়ে যাব
আমার বিনাশ নেই-
বছর বছর মাটির মধ্য হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসব
আমার বিনাশ নেই-
সুখে থাকব, দুঃখে থাকব সন্তান-জন্মে সৎকারে
বাংলাদেশ যতদিন থাকবে ততদিন
মানুষ যতদিন থাকবে ততদিন।


১৯৭২ সালে রচিত নবারুণ ভট্টাচার্যের কবিতা আজও কতটা প্রাসঙ্গিক!
ইউটিউবে কবিতাটির আবৃত্তি শুনতে:



- উৎসর্গ কুমির ভাইকে
- (ঈষৎ সংক্ষেপিত)

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২১ রাত ১২:১১

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: অনেক অনেকদিন খুঁজেছি।

নিজেও অনেকদিন পর এলাম এই নিকে।

এসে আজকেই লেখাটা পেলাম।

অনেক দুশ্চিন্তা হয়েছিলো....... ভেবেছিলাম আর কখনও সামুতেই দেখবোনা :(

০৭ ই মার্চ, ২০২১ রাত ২:৪২

শকুন দৃিষ্ট বলেছেন: উত্তর দিতে দেরি হওয়ায় দুঃখিত।

জ্বী, আমিও অনেক দিন পর লগড্‌ইন হলাম। মাঝখানে তো সামুই নাই হয়ে গিয়েছিল। হোম পেইজটাও লোড হত না। আর, আমিও খুব ব্যস্ত হয়ে গিয়েছিলাম। ফলে, আসা হত না তেমন একটা।

কি অদ্ভুত মিল! একই দিনে পূরনো সেই চেনা নিকে অনেক দিন পর আজ আবার দেখা। কেমন কাকতালীয় ঘটনা, তাই না?
কেমন আছেন? ভাল নিশ্চয়?

পরিচিত নিক খুব একটা দেখছিনা যে? কেমন আছেন তারা সবাই, জানেন কিছু? যোগাযোগ আছে কারো সাথে? বিশেষ করে সাজি আপু কেমন আছেন? উনার হাজব্যান্ড অসুস্থ শুনেছিলাম। তিনি এখন কেমন আছেন?

দুঃখিত, অনেকগুলি প্রশ্ন একসাথে করে ফেললাম। ভাল থাকবেন সবসময়।

ধন্যবাদ।

২| ০৭ ই মার্চ, ২০২১ রাত ২:৩৬

নেওয়াজ আলি বলেছেন: যে দেশে বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে সেখানে বিবেকের গলায় জল্লাদের ফাঁস থাকাই-তো স্বাভাবিক । নিরব নিরহ জীবন বাঁচার উপায়

০৭ ই মার্চ, ২০২১ রাত ২:৪৫

শকুন দৃিষ্ট বলেছেন: যে দেশে বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে সেখানে বিবেকের গলায় জল্লাদের ফাঁস থাকাই-তো স্বাভাবিক" - কথা সত্য।

"নিরব নিরহ জীবন বাঁচার উপায়" - আসলেই কি তাই? এভাবেও বেঁচে থাকা যায়?

০৭ ই মার্চ, ২০২১ রাত ২:৫৫

শকুন দৃিষ্ট বলেছেন: তাহলে কি আর বুয়াজিজিদের জন্ম হত বা হবার দরকার ছিল নেওয়াজ আলি ভাই?

মন্তব্যের জন্য ধন্যবাদ।

ভাল থাকবেন।

৩| ০৭ ই মার্চ, ২০২১ রাত ২:৪৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কবিতাটা কি চিরন্তন হয়ে গেলো ? আজ কতো প্রাসংগিক !

৪| ০৭ ই মার্চ, ২০২১ রাত ২:৪৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আজও কতো প্রাসংগিক !

০৭ ই মার্চ, ২০২১ রাত ৩:০১

শকুন দৃিষ্ট বলেছেন: হুম্‌! তাইতো মনে হচ্ছে স্বামীজি!

কবিতারাও মাঝে-মধ্যে সশস্ত্র হতে পারে যে। সেজন্যই তো তারা সমসাময়িক হতে পারে।

ভাল থাকবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ০৭ ই মার্চ, ২০২১ সকাল ১০:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সাজি আপুর স্বামী মারা গেছেন।

কবিতাটি পাঠ করে ভাললাগলো। শেয়ারে ধন্যবাদ।

০৭ ই মার্চ, ২০২১ রাত ১০:৩০

শকুন দৃিষ্ট বলেছেন: এ কি শোনালেন সরকার ভাই। খুবই মর্মাহত হলাম। আল্লাহপাক উনাকে এই শোক সইবার শক্তি দান করুন।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ০৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: আমার প্রিয় একটি কবিতা।

০৭ ই মার্চ, ২০২১ রাত ১০:৩৪

শকুন দৃিষ্ট বলেছেন: হুম্‌! প্রিয় হবারই মত।

সুরভি ভাবির জন্ম দিনের শুভেচ্ছা জানিয়ে এসেছি আপনার আঙিনায়।

শুভকামনা জানবেন।

৭| ০৭ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৫৯

মেহেদি_হাসান. বলেছেন: এই আবৃত্তিটা আমি কয়েক হাজারবার শুনেছি তবুও বার বার শুনতে ইচ্ছা করে।

০৭ ই মার্চ, ২০২১ রাত ১০:৩৭

শকুন দৃিষ্ট বলেছেন: আমিও অসংখ্য বার শুনেছি এবং মাঝে-মাঝেই শুনি। শরীর ও মন চাংগা থাকে।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

ভালো থাকবেন মেহেদি ভাই।

৮| ০৭ ই মার্চ, ২০২১ রাত ৮:৩১

নেয়ামুল নাহিদ বলেছেন: এ যেন কবিতা নয়, এক ভাষণ। অপূর্ব।

০৭ ই মার্চ, ২০২১ রাত ১০:৪২

শকুন দৃিষ্ট বলেছেন: এ যেন গেরিলা ছন্দে রচিত সশস্ত্র কবিতা।

মন্তব্যে ধন্যবাদ নেয়ামুল নাহিদ ভাই।

ভালো থাকবেন।

৯| ০৭ ই মার্চ, ২০২১ রাত ১১:৪৫

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আমি ভালো আছি।
যদিও অনেক কিছুই বদলে গেছে জীবনে।

আর সাঁজি আপুর হাসব্যান্ড মারা গেছেন।

১০| ০৮ ই মার্চ, ২০২১ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হুম্‌! প্রিয় হবারই মত।
সুরভি ভাবির জন্ম দিনের শুভেচ্ছা জানিয়ে এসেছি আপনার আঙিনায়।
শুভকামনা জানবেন।


অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.