নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

এটা কেমন শিক্ষাব্যাবস্থা ???

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৬

আজ একটু আমাদের শিক্ষা ব্যাবস্থা নিয়ে বলি,
আমার কোথাও ভুল হলে দয়া করে সেটা শুধ্রিয়ে দিবেন প্লীজ !!!
আচ্ছা বলুন তো আমাদের শিক্ষা ব্যাবস্থা আমাদের কে কি দিয়েছে?
দেওয়ার মত ঐ জিপিএ ৫ ছাড়া আর কিছুই দিতে পারে নাই।
আর এই জিপিএ ৫ দিয়ে কি হল, কিচ্ছু হয় নাই, শুধু নামে জিপিএ ৫, কিন্তু কাজে নাই।
বরং শিক্ষা ব্যাবস্থা আমাদের কে যা দিয়েছে, তার থেকে বেশি আমাদের থেকে নিয়েছে।
সুদূরপ্রসারী কোন চিন্তা না করলে আমাদের মেধাবীরা খুব অচিরেই হারিয়ে যাবে!!!
১ টা ঘটনা বলি,
আমি ছোট বেলায় তুলনামুলকভাবে অনেক পিচ্ছি ছিলাম।
আমি যখন চতুর্থ শ্রেণিতে আমাদের গ্রামের স্কুলে প্রথম স্থান অধিকার করি,
তখন আব্বু সেটা শুনে আমার জন্য অনেক খেলনা কিনে আনেন এবং আমাকে তাঁর কোলে বসিয়ে গালে একটি চুমা দিয়ে বলেন, আব্বু তোমাকে আরও অনেক বড় হতে হবে.....................
তখন আমি লম্বায় বড়জোর ৩ ফিট এর মত ছিলাম। আর আব্বুর ঐ কথা শুনে মনে করছিলাম,
আমাকে আরও অনেক বড় হতে হবে, তার মানে ৫ ফিট হলেই চলবে এবং আব্বু অনেক খুশি হবে।
আজ এই অবস্থানে দাঁড়িয়ে আমার ''হাইট ৫.৮''। কিন্তু এখন আমি বুঝি ঐদিন আব্বু আমাকে কোন অর্থে বড় হতে বলেছিলেন।
আমাদের দেশের শিক্ষা ব্যাবস্থা হচ্ছে, যখন আমি ভালো করে হাঁটতে এবং কথা বলতে শিখেছি,
তখন আমার আব্বু খুব আদর করে, ছক/সিলেট, খাতা/কলম এবং অঙ্ক/ইংরেজির ধারাপত বইটি হাতে ধরিয়ে দিয়েছে, আর বলেছেন আব্বু এই সব তোমাকে পড়ে অনেক বড় হতে হবে।
তোমাকে অনেক বড় চাকরি করতে হবে, পড়ালেখা না করলে জীবনের কোন মূল্য নেই।
তখন আমি জানতাম না, স্বপ্ন কাকে বলে, স্বপ্ন মানুষ কিভাবে দেখে, শুয়ে নাকি ঘুমিয়ে?
কিন্তু সেদিন যদি আমার আব্বু আমাকে এগুলো হাতে না ধরিয়ে স্বপ্নকে বুঝাতেন তাহলে হয়তো আমার মত মেধাহীন ছাত্রকে আজ আর বই/খাতা নিয়ে বিবিএ করার জন্য ছুটতে হত না।
হয়তোবা আরও অনেক ভালো কিছু করতে পারতাম, যদি স্বপ্নকে লালনের সুযোগ পেতাম।
এটি যদিও আমার গল্প বললাম, কিন্তু প্রত্যেকেই এটির সাথে বেশ পরিচিত।
মনে রাখবেন, ১ টি দেশে সবাই শচিন, লারা, মেসি, রোনাল্ডো, শাহ্রুখ খান, সনু নিগাম, রবীন্দ্রনাথ, নজরুল, বিল গেটস, আইন্বেস্টাইন হবে না।
কিছু বিশেষ শ্রেণির মানুষ হবে তাদের মত, যারা নিজের স্বপ্নকে মূল্য দিতে পারবে।
দাঁড়ান কিছু রেফেরেন্স দেই,
***রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন।
*** নজরুল তো বেশি পড়তেই পারলো না।
*** লালন তো বুঝলই না স্কুল কি?
*** আইনস্টাইন মাধ্যমিক লেভেলে কোন পরীক্ষাই দেন নি,
*** তারপর বিল গেটস এর কথা তো সবারই জানা আছে..................
আজ মানুষতাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।
এরকম বললে বলে শেষ করা যাবে না, কিন্তু ফলাফল টা শুন্নের কোঠায়ই থেকে যায়।
সত্যিই যদি ''শচিন, লারা, মেসি, রোনাল্ডো, শাহ্রুখ খান, সনু নিগাম, রবীন্দ্রনাথ, নজরুল, বিল গেটস, আইন্বেস্টাইনদের'' বাবা/মা তাদের হাতে বই দিয়ে সামনে লাঠি নিয়ে বসে থাকতেন আর বলতেন, তাড়াতাড়ি মুখস্ত কর, নাইলে তোমার ছুটি নাই, আর নাইলে তোমাকে পিটুনি দেওয়া হবে।
তাহলে পৃথিবী তার কিছু বাস্তব নক্ষত্রের দেখা পেতো না।
কিন্তু সৌভাগ্য, তাঁরা তাদের স্বপ্নের পথে হাঁটতে পেরেছিলেন এবং সার্থক ও হয়েছেন।
আরে ভাই,
পড়ালেখা জীবনে সবকিছু না। পড়ালেখা জীবনটাকে সুন্দরভাবে রূপ দেওয়ার জন্য একটি ভিন্ন মাত্রা মাত্র! সবাই যদি শুধু পড়ালেখা নিয়ে পড়ে থাক্ত, তাইলে অন্য সেক্টর গুলোর কি হত?
আপনার নাচতে ভালো লাগে? তাহলে বড় নৃত্যশিল্পী হওয়ার সপ্নে মেতে উঠেন।
আপনার খেলতে ভালো লাগে? তাহলে বড় ক্রিকেটার/ফুতবলার হওয়ার সপ্নে মেতে উঠেন।
আপনার লিখতে ভালো লাগে? তাহলে বড় লেখক/সাহিত্যিক হওয়ার সপ্নে মেতে উঠেন।
আপনার গান গাইতে ভালো লাগে? তাহলে বড় গায়ক/গায়িকা হওয়ার সপ্নে মেতে উঠেন।
আপনার অভিনয় করতে ভালো লাগে? তাহলে বড় অভিনয়শিল্পী হওয়ার সপ্নে মেতে উঠেন।
কিছুর তো একটা স্বপ্ন দেখেবেন প্লীজ !!! আর ঐ স্বপ্নেই নিজেকে ভাসিয়ে দিন।
নিজের মন/বিবেকের কথা শুনেন, তারা কখনও আপনাকে খারাপ বুদ্ধি দিবে না।
খোঁজ নিয়ে দেখেন, যারা আজ অনেক বড় সেলিব্রেটি তাঁরা সবাই নিজের স্বপ্নকে লালন করতে পেরেছিলেন। তাদের পরিবেশ/পারিপার্শ্বিকতা তাদের অনুকুলে ছিল।
কিন্তু আমরা কিছুই অনুকুলে না পাওয়াতে ওটাই আমাদের সীমাবদ্ধতা হয়ে দাঁড়িয়েছে।
আসল কথা হচ্ছে, আপনি যখন ৫ জন লোকের বিরুদ্ধে লড়বেন বলে নিজেকে প্রস্তুত করছেন, ঠিক তখনই আরও ১০ জন লোক তৈরি হচ্ছে আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য।
তার মানে নিচ্ছয়ই এটা নয় যে আপনি দুর্বল,
বরং তার মানে হচ্ছে আপনাকে আরও বেশি যথার্থ করার জন্য ঐটি ঐশ্বরিক আহ্বান।
তাই বলে কি আপনি বসে থাকবেন??? না ! আপনি আপনার মত করে আপনি লড়তে থাকেন, দেখবেন আপনি সফল হচ্ছেন। এবং অনেকটা বেশি ই ভালো করছেন।
মনে রাখবেন, যোগ্যতাবান হওয়ার জন্য সবসময় যোগ্য হওয়ার দরকার হয় না,
মাঝে মাঝে অযোগ্যতাই যোগ্যতাবান জন্য অনেক বড় কারণ হয়ে দাঁড়ায়।
অনেক অনেক দুঃখিত ভাই, লিখাটাকে এত বড় এবং আপনাদেরকে বিরক্ত করে ফেলার জন্য।
সত্যিই দুঃখিত, আর তাই সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি....................................
সবাই ভালো থাকেবন আর আপন স্বপ্নের পথে ঠিক নিজের মত করে চলতে থাকুন।
জয় হোক সত্যের, জয় হোক মানবতার............................................................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.