![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন লক্ষ প্রাণের ফুল ফুটে আর লক্ষ প্রাণের ঘ্রাণ মিলিয়ে যায় নীরব নিস্তব্দতায়। মৃত্যুক্ষুধার মত অস্তিত্ব বার বার টেনে আনতে চায় সমাপন, কিন্তু সমাপন হয়ে উঠে না। সূর্যের ডোবা আর ওঠা খেলায় হাজার হাজার প্রাণ বিলীন হয়ে, পৃথিবী হয় বালুচর। কিন্তু কিছু প্রাণ টিকে থাকে প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়মে। টিকে থাকে তারাই, যারা কিছু করে যেতে পারে দেশ, সমাজ ও মানুষের জন্য। এবং টিকে থাকে তারাই যারা নিজেকে ভালোবেসে অন্য কারো জন্য কিছু করতে পারে।
সকালের সূর্য দপুরে তেজ দেখায় এটা স্বাভাবিক। কিন্তু যদি সে তার প্রথম তেজেই নিজেকে পুড়িয়ে নিঃশেষ করে তবে প্রাণীর মাঝে প্রাণের স্পন্দন, দিন ও রাতের বৈচিত্র্য এই পৃথিবী থেকে বিদায় নিবে। অন্ধকার কে আলোকিত করার মত কোন শক্তি আর পাওয়া যাবে না। কিন্তু সবকিছুকে কে ছাপিয়ে অন্ধকার কেটে যাওয়ার পর আলোর মুখ দেখা যায়, ঠিক যেমনি ভাবে দুঃখের পর সুখ আসে, আর যেমনিভাবে বিসর্জনের পরে অর্জনের খাতায় সব পূর্ণতার নাম লেখা হয়।
---আমরা সুখ পেয়েও অখুসি থাকি, কারণ মন খারাপের আরেক নাম বেশি সুখ।
---আমাদের কিছুর অভাব নেই, তাও স্রষ্টার কাছে আমরা অনেক অসহায়।
---আমরা হারিয়ে দিতে ভালোবাসি, তারপরেও আমরা হেরে যাই নিজের কাছে।
---আমরা স্বপ্ন দেখাতে ভালোবাসি, কিন্তু নিজের স্বপ্নই ঠিক করতে পারি না।
---আমরা সব বুঝি সব জানি, তাও প্রিয় মানুষের সামনে অনেক অবুঝ।
---আমরা পেতে অনেক ভালোবাসি, কিন্তু হারালেও মাঝে মাঝে খুশি থাকি।
---আমরা অন্যকে আবিস্কার করি, কিন্তু নিজেকে নিয়ে ভাবি না।
---আমরা অন্যের সমালোচনা করি, কিন্তু নিঝেই শুধরাই না।
---আমরা অন্যকে গালি দেই, কিন্তু ভাবি না যে এ গালি আমার উপরই পড়বে।
---আমরা কখনও পরিপূর্ণ আমরা হতে পারি না, কারণ আমরা সেভাবে ভাবি না।
আপনি পৃথিবীকে বদলাতে চাইলে আগে নিজেকে বদলাতে হবে এবং সেই সাথে নিজেকে ঝালসিয়ে নিলে খুব সহজেই এগিয়ে যেতে পারবেন। আসুন ১ টা ১ টা করে নিজের খারাপ দিক কে দূরে সরিয়ে দেই। পরে যেটা থাকবে সেটা কেবলই পূর্ণতার ছোঁয়া।
-----গোলাম রাব্বানী
১০ ই জুলাই, ২০১৫ রাত ২:৫৬
প্রিয় বিবেক বলেছেন: হয়তোবা
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৫ রাত ২:৫৩
চাঁদগাজী বলেছেন:
আপনি বদলে গেছেন, আগে ভালো লোক ছিলেন