![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃষ্টি সুখের উল্লাসে বিনির্মিত এক ধরনের কৃত্রিমতা কে ঘটা করে পাওয়ার জন্যই আজকালের তথাকথিত ভালোবাসা। ভালোলাগা দিয়ে শুরু হলেও শেষ হয় ভোগ পণ্যের যোগ্য কিছু ভুক্তভোগী মানুষের এক অভূতপূর্ব কৃত্রিমতার মাঝে ছড়িয়ে থাকা অকৃত্রিম ভোগবিলাসের মাধ্যমে।
---ভালোবাসার শুরু টা হয় সবচেয়ে মধুর বন্ধুত্বের সম্পর্ক দিয়ে, তারপর যে কোন বাহানা দিয়ে দেখা করা, তারপর হাতে হাত রেখে পরশ বুলিয়ে দেওয়া, তারপর একটু অবলোকনে অনেকখানি জড়িয়ে ধরা, তারপর চোখে চোখ রাখতে যেয়ে লজ্জা পাওয়ার পর আবারো জড়িয়ে ধরে ভালোবাসার অন্তরালে ভালোলাগার সব কথাগুলো বলা।
---কিছুদিন ওভাবেই রোমাঞ্চ চলতে থাকে, তারপর শুরু হয় দ্বিধা, শুরু হয় স্বার্থপরতা, শুরু হয় এড়িয়ে চলা, শুরু হয় দেখেও না দেখার ভান করে এগিয়ে যাওয়ার ধৃষ্টতা, তারপর কোন ধরনের সমঝোতা ভুলে পুরান পাঠ কে আবর্জনা ঘোষণা করে আবার শুরু হয় নতুন কোন সময়ে নতুন কারো হাত ধরে নতুন কোন স্মৃতির পদচারনার অগ্রযাত্রা।
এই সবকিছুর কারণ একটাই। আমরা ভালোবাসার ক্ষেত্রে স্বীকার করতে যেয়ে ভুলে শিকার করে ফেলি, যার থেকে শুরু হয় মায়াবী জালের মায়াহীন নামের সাঙ্গ লীলা ।
---মাথায় ঢুকিয়ে ফেলি আশঁটে নোনতা স্বাদ পাবার ইচ্ছা,
---ভুলে যাই সমীহ করার সমীকরণ,
---ভাবতে থাকি আমাবশ্যার রাতে হুতুম পেচার ডাক শুনে চন্দ্রলোক আর সূর্য লোকের দ্বিধা ভুলে নিজেকে বিলিয়ে দেবার কথা।
শেষ কথা হচ্ছে, সমীহ করার সমীকরণ হয়তো আমরা নিমেষেই ভুলে যেতে পারবো, কিন্তু আমাদের মাঝে ''একজন আমির'' ''একজন তুমি'' নামক অস্তিত্ব কি ভুলে যেতে পারবো? হুম পারা সম্ভব নয়, তাহলে তার নামই ভালোবাসা, তাই নয় কি ???
-----গোলাম রাব্বানী
২৩ শে জুলাই, ২০১৫ রাত ৯:০০
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০১
মেধাহীন মেধাবী বলেছেন: চরম বলছেন