![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দৃষ্টিতে বাংলা ছবি না দেখার কারণ সমূহ নীচে তুলে ধরার চেষ্টা করছি।
১। ''নামকরণ সমস্যা''--- (এটা পরিলক্ষিত হয় যে বাংলা ছবির নামকরণ নিয়ে প্রায়ই বিতর্ক দেখা যায়। লাস্ট কয় বছরের কয়েকটি ছবির নাম হচ্ছে এগুলোঃ ''বউ বড় না ডার্লিং বড়, বেদের মেয়ে জ্যোৎস্না, জানু তুমি কার, ভালবাসা এক্সপ্রেস, জোর করে ভালোবাসা হয়না, জিদ্দি বউ, অন্তরে প্রেমের জ্বালা'' আরও কত কি... !!!)
২। ''কাহিনী বিন্যাসে সমস্যা''' --- (এটা পরিলক্ষিত হয় যে বাংলা ছবির কাহিনী বিন্যাসে অনেক সমস্যাই দেখা যায়। যেমনঃ ''মারামারি শেষ হওয়ার পর পুলিশের আগমন, নায়ক অধিকাংশ ক্ষেত্রেই নায়িকা দের বাড়ির কর্মচারী থাকা, নায়কদের অধিকাংশ ক্ষেত্রেই লটারি জিতে বড়লোক হওয়ার স্বপ্ন দেখা, চৌধুরী সাহেবরা সবসময়ই বড়লোক হওয়া, আবার নায়িকা নায়ককে তার পার্সোনাল এসিস্টেনট বানানো, আগার সাথে গোঁড়ার কোন সম্পর্ক নেই '' আরও কত কি...!!!)
৩। ''অদ্ভুত ধরনের ডায়লগ" --- ( এটা পরিলক্ষিত হয় যে বাংলা ছবির ডায়লগ সংযোজনে অনেকটাই ভুল আছে। যেমনঃ ''ছেড়ে দে শয়তান কাল আমার বিয়ে, বদমায়েশ তুই আমার দেহ পাবি তো মন পাবি না, সুন্দরী তোর দেহটাই তো চাই মন দরকার নেই, ঐ কাছে আয় আমার এত আরাম লাগছে কেন, ও সখিনা গেছোস কিনা ভুইলা আমারে আমি এখন গুন্ডাগিরি করি ঢাকার শহরে, চৌধুরী সাহেব আমি গরীব হতে পারি কিন্তু ছোটলোক না, ঐ কাছে আয় নারে আয় নারে মাল পানি দে না রে, ঐ তরে আমি কেলাবেলা কইরা দিমু, শুনেছি আইনের হাত অনেক লম্বা তো যার হাত এত লম্বা হতে পারে তাহলে তার অন্যান্য জিনিস কত লম্বা, যদি তোর প্রেমিকাকে বাঁচাতে চাস তাহলে এখনই ৫ লাখ টাকা নিয়ে চলে আয়, অসভ্য গুন্ডা শয়তান তোর ঘরে কি মা বাপ নাই, চৌধুরী সাহেব মনে রাখবেন টাকা দিয়ে সুখ কিনা যায় না'' আরও কত কি...!!!)
৪। ''ড্যান্স কোরীওগ্রাফিতে সমস্যা'' ... (অনেক সময় দেখা যায় ছায়াছবির গানে কিংবা আইটেম সং এ কি আজব ধরনের নাচ??? এককথায় ওগুলো ফ্যামিলির সাথে বসে দেখা যায় না। কারণ এটা ইউরোপ নয়, এটা বাংলাদেশ। এখানের মানুষ যতটাই খারাপ হোক না কেন এই বাংলার মানুষ বিশ্বাস করে অন্তত তারা রক্ষণশীলতার মধ্য দিয়েই তাদের শেষ টা শেষ করবে। আর এটাই আমাদের শিকড়।)
৫। ''ফিনিশিং এ সমস্যা'' --- (প্রায়ই দেখা যায় বাংলা সিনেমা তে স্টারটিং এর সাথে ফিনিশিং এর কোন মিল নেই, আবার ফিনিশিং এর কাহিনী গুলো কেমন জানি অদ্ভুত। যেমনঃ ''মারামারি শেষ হওয়ার পর পুলিশ আসবে, এক নায়ক মারা যাবে আর অন্য নায়ক নায়িকা নিয়ে পালাবে, দোষ থাকার কারণে নায়ক নায়িকার বাবাকে হত্যা করা সত্যেও নায়িকা তাতে খুশি হয়, নায়ক মরলেও নায়িকার কোলে মাথা রেখে মরবে'' আরও কত কি...!!!
এগুলো যদি হয় বাংলা সিনেমার সমস্যা তাইলে তা শিক্ষিত দর্শকদের না দেখার ই কথা।
তবে আশার কথা হচ্ছে, বর্তমানে আমরা Mostofa Sarwar Farooki ভাই দের মত কিছু মেধাবী ডিরেক্টর পাচ্ছি যারা সকল জিনিস মাথায় রেখেই বাংলা ছবির সেবায় নেমেছে, এবং শিক্ষিত দের এক বিরাট অংশকে হল মুখি করে তুলছে, হাজার সালাম আপনাকে ফারুকি ভাই।
-----গোলাম রাব্বানী
১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৭
প্রিয় বিবেক বলেছেন: বুঝলাম না, বুঝিয়ে বলুন
২| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৬
নূর আলম হিরণ বলেছেন: ভাত দে, বেদের মেয়ে জ্যোৎস্না ছবি দেখেছেন?? এই দুইটি ছবিতে নামকরণে কি সমস্যা!!
১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৮
প্রিয় বিবেক বলেছেন: আমি আমার ভুল স্বীকার করে নিচ্চি, ভাত দে আসলে ভুলে চলে আসছে। কিন্তু পরের টার সাথে একমত হতে পারলাম না।
৩| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৫
এস কাজী বলেছেন: বেদের মেয়ে জোস্না বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল মুভি। আর ভাত দে তো এপিক। আর এই ছবিগুলো কোন সাম্প্রতিক ছবি নয়। বাকি ব্যাপারগুলো ঠিকঠাক থাকলেও এই দুটোই পুরোই লেইম কজ দেখালেন আপনি।
১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৯
প্রিয় বিবেক বলেছেন: আমি আমার ভুল স্বীকার করে নিচ্চি, ভাত দে আসলে ভুলে চলে আসছে। কিন্তু পরের টার সাথে একমত হতে পারলাম না।
৪| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২২
মোগল সম্রাট বলেছেন: ভাত দে ছবিটা তো বাংলা চলচিত্রের একটা ঐতিহাসিক ছবি এই ছবি আপনি দেখেন নাই নিশ্চিত। দেখার পরামর্শ থাকলো। আর বাদ বাকি যুক্তিগুলা মোটামুটি ঠিকই বলেছেন।
১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৯
প্রিয় বিবেক বলেছেন: আমি আমার ভুল স্বীকার করে নিচ্চি, ভাত দে আসলে ভুলে চলে আসছে।
৫| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৮
সাব্বির ০০৭ বলেছেন: একদল লোক আছে, যারা টোটালি বাণিজ্যিক ধারার মসলাদার ছবি না হলে সেটালে চলচিত্র বলে মানেনা, সেটা তাদের কাছে নাটক। এতদিন এদেরকেই এই শিল্পের প্রসারে বড় একটা বাধাঁ মনে করতাম। আজ আপনার লেখা পড়ে মনে হল, নাহ্, আরেক টাইপের আবালও এই দেশে বিদ্যমান! যারা বিনোদন নির্ভর ছবিকে দেখার অযোগ্য মনে করেন!!!
১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০১
প্রিয় বিবেক বলেছেন: আমি আমার ভুল স্বীকার করে নিচ্চি, ভাত দে আসলে ভুলে চলে আসছে। কিন্তু ভাই আপনার ভাষা এমন কেন? আপনার কথা বার্তাই কিন্তু আপনার ফ্যামিলি কে রিপ্রেজেন্ট করে।
৬| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৬
রানার ব্লগ বলেছেন: ভাত দে নাম টা বাদ দিয়ে বাকি সব ব্যপারে একমত, আর এই কারোনে বাংলাদেশি দর্শক ভারতীয় বাংলা সিনামার দিকে ঝুঁকছে, তবে বলব না যে ভারতীয় বাংলা মুভি উন্নত মানের কিছু।
১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০০
প্রিয় বিবেক বলেছেন: আমি আমার ভুল স্বীকার করে নিচ্চি, ভাত দে আসলে ভুলে চলে আসছে।
৭| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪১
গাই ফকস বলেছেন: Hellboy- জাহান্নাম পোলা
You don't mess with the Zohan- তুমি যোহানের সাথে জগাখিচুড়ি কইরো না
Avengers- শাস্তিদাতাগণ
ek tha tiger- এক যে ছিল বাঘ
tere nam- তোর নাম
.................. আরোও বহুত আছে
আসলে যেই নাম বুঝিনা সেই নাম ভালা লাগে। তাইনা?
২১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৭
প্রিয় বিবেক বলেছেন: আম এখানে বাংলা ছবি নিয়ে কথা বলছি ভাই, হিন্দি ছবি নয় !!!
৮| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৯
সাব্বির ০০৭ বলেছেন: আবালকে আবাল বলব নাতো আর কি বলব? আপনার সিনেমা সম্পর্কে জ্ঞান উপরের কমেন্টে আপনার উত্তর দেখেই বোঝা যাচ্ছে। তেরে নাম আর এক থা টাইগার বাদে বাকী ছবিগুলো সবই ইংরেজী ভাষার, হলিউডের মসলাদার ছবি। এখন এই রকম নামকরণ আর উদ্ভট রকমের কাহিনীর পরও আপনি আপনি হলিউডের মুভি দেখবেন, সব দোষ কেবল বাংলা ছবির বেলায়???
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৯
গাই ফকস বলেছেন: আপনার দৃষ্টি ভয়ানক এবং তথাকথিত।