নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

তারুণ্যের প্রতি এক তরুনের আকুল আর্তি !!!

২০ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:১৩

২০০৮ সালের শেষের দিকে যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে এক অনুষ্ঠানে ''বারাক ওবামা এবং জন ম্যাককেইন'' এর দেওয়া সেই বিখ্যাত বক্তব্যের কথা মনে আছে কারো ???
''জন ম্যাককেইন'' ''বারাক ওবামা'' কে প্রশ্ন করেছিলেন, ''বারাক'' তুমি নিজেও ও তো জানো তুমি একজন কৃষ্ণাঙ্গ। কিন্তু তুমি কৃষ্ণাঙ্গ হওয়া সত্তেও কেন ''হোয়াইট হাউস'' এ যাওয়ার স্বপ্ন দেখো? কারণ ''হোয়াইট হাউস'' তো ''হোয়াইট পিপল'' দের জন্য।
''বারাক ওবামা'' এই কথা শুনে মুচকি হাঁসলেন এবং উত্তর দিলেন, ''জন, একটি কালো মুরগী যদি একটি সাদা ডিম পাড়তে পারে, তাহলে আমি কৃষ্ণাঙ্গ হয়ে হোয়াইট হাউসে যেতে পারবো না কেন?'' তারপরের ঘটনা সবার ই কম বেশি জানা আছে।
উল্লেখ্য, ২০০৮ সালের যুক্তরাষ্ট্র নির্বাচনে এই ২ জন ই ছিলেন প্রার্থী।

পৃথিবীতে প্রতিদিন লক্ষ প্রানের ফুল ফোটে আর লক্ষ প্রানের ঘ্রাণ মিলিয়ে যায় নীরব নিস্তব্দতায়। মৃত্যুক্ষুধার মত অস্তিত্তের প্রতিবাদ বার বার টেনে আনতে চায় সমাপ্তি, কিন্তু সমাপন হয়ে উঠে না। সূর্যের ডোবা আর ওঠা খেলায় হাজার হাজার প্রাণ বিলীন হয়, পৃথিবী হয় বালুচর। কিন্তু কিছু প্রাণ টিকে প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়মে। টিকে থাকে তারাই, যারা নিজের জীবন দিয়ে কোন কিছু পাওয়ার জন্য তার পেছনে ছুটতে পারে এবং তা অর্জন করতে পারে।

এটা কখনোই খুব বড় ব্যাপার না, আপনার বাবা কি করেন, দাদা কি করতেন, আপনি কোন বংশের ছেলে, আপনার শিকড় কি, আপনার কত কি আছে ইত্যাদি ইত্যাদি।
বরং এটা সবচেয়ে বড় ব্যাপার আপনি আসলে কি, কত টুকু জানেন আপনি, পৃথিবী কে আপনি কত বেশি আপন করে নিয়েছেন, কি কি করার সামর্থ্য আছে আপনার ইত্যাদি ইত্যাদি।

অনেকেই ভেবে থাকেন, ''ঢাবি/বুয়েট/মেডিক্যাল'' ই জীবনের সব।
ট্রাষ্ট মি, হ্যাঁ ভালো করার জন্য এগুলো জাস্ট ভাল কিছু মাধ্যম। কিন্তু তার মানে এই নয় যে এর বাহিরে যারা পড়ে তারা খারাপ। ভালো খারাপ প্রত্যেকটি প্রতিষ্ঠান এ ই কিছু ''এক্সট্রাঅরডিনারি'' মানুষ থাকে। প্রত্যেকটি মানুষ ই মেধাবী, এবং সবাই অনেক বেশি মেধাবী। একেক জন একেক দিক থেকে মেধাবী, কিন্তু সবাই ই মেধাবী।
আমাদের একমাত্র সমস্যা হচ্ছে, আমরা নিজেরাই জানি না ''আমরা কি পারি আর কি পারি না।'' মানুষ আমাদের বলে আমরা কিছু জানি না, তাই আমরা ও ভাবি আমরা হয়তো কিছুই জানি না। তাই আমরা নিজেদের ই চিনতে যেয়ে ভুল করি।

মনে রাখবেন, ১ টি দেশে সবাই শচিন, লারা, মেসি, রোনাল্ডো, শাহরুখ খান, সনু নিগাম, রবীন্দ্রনাথ, নজরুল, বিল গেটস, আইনস্টাইন, সক্রেটিস হবে না।
কিছু বিশেষ শ্রেণির মানুষ হবে তাদের মত, যারা নিজের স্বপ্নকে মূল্য দিতে পারবে।
তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি কেন হতে পারবেন না?
আমি বলে দিলাম, তাঁদের চেয়ে ভালো কিছু হওয়ার যোগ্যতা আপনার ভিতর আছে। সব ই কেবল যোগ্য হয়ে উঠার সময়ের দাবী।

সত্যিই যদি ''শচিন, লারা, মেসি, রোনাল্ডো, শাহরুখ খান, সনু নিগাম, রবীন্দ্রনাথ, নজরুল, বিল গেটস, আইনস্টাইন, সক্রেটিস'' দের বাবা/মা তাদের হাতে বই দিয়ে সামনে লাঠি নিয়ে বসে থাকতেন আর বলতেন, তাড়াতাড়ি মুখস্ত কর, নাহলে তোমার ছুটি নাই, আর নাহলে তোমাকে পিটুনি দেওয়া হবে। তাহলে পৃথিবী তার কিছু বাস্তব নক্ষত্রের দেখা পেতো না।
কিন্তু সৌভাগ্য, তাঁরা তাদের স্বপ্নের পথে হাঁটতে পেরেছিলেন এবং সার্থক ও হয়েছেন।

মনে রাখবেন, পড়ালেখা জীবনে সবকিছু না। পড়ালেখা জীবনটাকে সুন্দরভাবে রূপ দেওয়ার জন্য একটি ভিন্ন মাত্রা মাত্র! সবাই যদি শুধু পড়ালেখা নিয়ে পড়ে থাকত, তাইলে অন্য সেক্টর গুলোর কি হত? আপনার নিজের কাছে যেই সেক্টর ভালো মনে হয় সে সেক্টরে লেগে পড়ুন এবং লাগার মত করে লাগুন। যেন স্বপ্ন আপন মহিমায় উদ্ভাসিত হয়ে আপনার কাছে বাস্তবতা হয়ে ধরা দেয়।

কিছু রেফেরেন্স দেই,
---রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন।
---নজরুল তো বেশি পড়তেই পারলো না।
---লালন তো বুঝলই না স্কুল কি?
---আইনস্টাইন মাধ্যমিক লেভেলে কোন পরীক্ষাই দেন নি,
---তারপর বিল গেটস এর কথা তো সবারই জানা আছে..................

আপনি সুন্দর চেহারার কথা ভাবছেন?
---শেখ সাদী (র) এরচেহারা যথেষ্ট কদাকার ছিল,
---লতা মুংগেস্কারের চেহারা মোটেই সুশ্রী নয়।
---তৈমুর লং খোঁড়া ছিলেন,
---নেপোলিয়ন বেটে ছিলেন।
---শচীন টেল্ডুল্কারের উচ্চতা তো জানাই আছে।
--- আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।
আর আইনস্টাইন এর স্মৃতি শক্তি এতই খারাপ ছিল যে নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার পর্যন্ত মনে রাখতে পারতেন না।
আর আজ মানুষতাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।
আসলে, কিছুই আপনার উন্নতির পিছনে বাঁধা হতে পারে না। যদি কোন কিছু বাঁধা হয়ে দাঁড়ায় তবে তা হচ্ছে আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন সাফল্য ধরা দিবেই।

মনে রাখবেন, ''আপনার জীবনের স্বপ্ন গুলো শুধুই আপনার, এখানে পদচারনা র অধিকার শুধুই আপনার''। কাউকে কখনোই নিজের রাজ্যে রাজত্ব করতে দিবেন না। তাহলে, নিজের রাজ্যের প্রজা হয়েই থাকতে হবে সারাজীবন। এখন সিদ্ধান্ত কেবল ই আপনার।
আমি আপনাকে বলবো, আগে যা হওয়ার হয়ে গেছে। ওগুলো নিয়ে ভাবতে যেয়ে সময় নষ্ট করবেন না। নিজেকে পাল্টানোর জন্য বেশি কিছু করার দরকার নেই। জাস্ট অতীত টা ভুলে স্রষ্টার উপর বিশ্বাস করে এখন থেকেই স্বপ্নের পথে ঝাঁপিয়ে পড়তে হবে, এবং ঝাঁপিয়ে পড়ার মত করে পড়তে হবে। ''জাস্ট স্টার্ট ইউর জব ফ্রম রাইট নাউ''।
তাহলে চলুন, স্বপ্ন দেখি, স্বপ্ন বুনি, স্বপ্ন সাজাই, স্বপ্ন নির্মাণ করি আর অন্যকে স্বপ্ন দেখাই।

-----গোলাম রাব্বানী

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৫ ভোর ৫:০০

কবি হাফেজ আহমেদ বলেছেন: খুব খুব ভালো লেগেছে।

২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৮

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই দোয়া করবেন।

২| ২০ শে আগস্ট, ২০১৫ ভোর ৫:২৫

চাঁদগাজী বলেছেন:



ভালো

২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৯

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই দোয়া করবেন।

৩| ২০ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:২৮

এ কে এম রেজাউল করিম বলেছেন:
আজকের এই পোষ্টটি পড়িয়া খুব ভালো লাগিল এবং প্রেরনা পাইলাম।
লেখকের প্রতি সুভেচ্ছা রহিল।

২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৯

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই দোয়া করবেন।

৪| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রতি মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হে প্রিয় কবি। ভালো থাকবেন নিরন্তর, শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.