নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

ধর্ম যার যার উৎসব সবার কথাটি কি আসলেই ঠিক???

১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৩

আপনারা হয়তো খুব সহজেই বলে ফেলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’। কিন্তু আপনারা কি বুঝে বলেন নাকি না বুঝে বলেন সেটাই ভাবনার বিষয়!

সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই বলছি, ‘ধর্ম যার যার উৎসব সবার’ কথাটি সঠিক নয়। উৎসবটা তাদেরই হয়, ধর্ম টা যাদের!

এখানে কেউ হয়তো প্রশ্ন করতে পারেন আপনি এ ধরণের কথা বলছেন কেন? আপনি কি অন্য কোন ধর্মের অনুষ্ঠানে যান না?
-যাবো না কেন? সুযোগ পেলেই চলে যাই। আমি মণ্ডপে দুর্গাপূজা দেখতে যাই। আমার হিন্দু ফ্রেন্ডদের কাছ থেকে প্রসাদ খাই। খ্রিষ্টান বন্ধুদের ক্রিস্টমাসের উইশ করি। বৌদ্ধ তেমন কোন ফ্রেন্ড নাই। থাকলে সেখানেও চলে যেতাম। এমনকি আমরা ভিন্ন ধর্মালম্বি ফ্রেন্ডরা মিলে ঈদের সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। হ্যাঁ, সত্যিই বলছি। ভালোলাগে তাই যাই। এটা এক ধরনের ফ্যাসিনেশন বলতে পারেন। আমার ধর্ম কখনোই আমাকে এ ধরণের কর্মকাণ্ড করতে অনুমতি দেয় নি। আমার ভালো লাগা থেকেই করি। এর দায়ভার আমার। আমি প্রেক্টিসিং মুসলিম কি না জানি না। তবে বেশ কিছু ক্ষেত্রে আমি মেনে চলার চেষ্টা করি। কিন্তু যদি কখনও ভুল করে ফেলি সেটা আমার ফল্ট। কখনোই ধর্মের নয়!

আমি বিশ্বাস করি, প্রতিটি ধর্মই মহান। সকলের স্রষ্টা একজন। কাজেই আমি আমার ব্যক্তিগত ভালোলাগাকে প্রায়োরিটি দিতে গিয়ে বলতে পারি না ‘ধর্ম যার যার উৎসব সবার’। এটা অনুচিত!

আরেকটু ভেঙ্গে বলি, ‘বউ যার যার, বাসর সবার’ কথাটির সাথে কি আপনি একমত? আই মিন, আপনার বিয়ে করে স্ত্রীকে অন্য কারো সাথে রাত কাটাতে অনুমতি দিবেন?
-কখনোই দিবেন না।
আচ্ছা কেন দিবেন না?
-কারণ ব্যাপারটি অযৌক্তিক।
‘স্ত্রী’ আপনার। অধিকারও আপনার। অন্য কারো সাথে সে কেন রাত কাটাবে? প্রশ্নটা সেখানেই তো!
-হুম, ঠিক আছে। অন্য কেউ বড় জোর ‘ভাবী’ ডাকবে। তাদের অধিকার অতটুকু পর্যন্তই। কিন্তু রাত কাটানোর অধিকার কেবলই আপনার।

‘বউ যার যার, বাসর সবার’ কথাটি যেমন অযৌক্তিক, তেমনি ‘ধর্ম যার যার, উৎসব সবার’ কথাটিও অযৌক্তিক।

এখন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘দুর্গা পুজা’ চলছে। আজ কালের মধ্যে হয়তো আমি পূজা দেখতে যাবো। কিন্তু তার মানে এই নয় যে ‘সে উৎসব টা আমার’। এটা আমার ভালোলাগার একটা অংশ হতে পারে। কিন্তু কখনোই উৎসব নয়!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০০

ঢাকাবাসী বলেছেন: আপনার কথায় হয়তো সামান্য যুক্তি আছে পুরোপুরি না। উৎসব সবার বলতে আপনি যে ঐ পুজা দেখতে যান বন্ধুদের সাথে প্রসাদ খান, বড়দিনে মহা আনন্দ করেন ওটাই উৎসবে অংশ গ্রহন। আর কি চান? বাসর আর পুজা বড়দিন এক জিনিস হয় না মনে হয়।

২| ১০ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

প্রিয় বিবেক বলেছেন: তুলনা করি নি। উদাহরণ দিলাম মাত্র।

৩| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৯

কলাবাগান১ বলেছেন: ‘স্ত্রী’ আপনার। অধিকারও আপনার। এই এক লাইনে ই বুঝা যায় আপনারা কোন প্রজাতির??

আমার দেখা মতে যারা তাদের স্ত্রীদের কে 'সম্পত্তি' হিসাবে গন্য তারা ই বেশী বেশী ধর্ম নিয়ে অসিয়ত দেয়।
You are a BIG FAT MCP
MCP এর অর্থ গুগুল থেকে দেখে নিয়েন

ধর্ম যার যার উৎসব সবার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.